Mohun Bagan SG: কলকাতা ফুটবল লিগে যথেষ্ট কঠিন গ্রুপে মোহনবাগান

চলতি মাসের ২৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। সেকথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ চালিয়ে…

Calcutta Football League

চলতি মাসের ২৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। সেকথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছে এরিয়ান, ভবানীপুর ও কাস্টমস থেকে শুরু করে ময়দানের অন্যান্য ক্লাব গুলি। কিন্তু আদৌ কি অংশ নেবে দুই প্রধান?

তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan SG)। সেই নিয়ে ধোঁয়াশা ছিল বহুদিন। তবে শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ প্রসঙ্গে মুখ খোলেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত। কয়েকদিন আগে তিনি জানান, আগত কলকাতা লিগে ইয়ুথ ডেভলপমেন্ট লিগের দল নিয়েই মাঠে নামবে মোহনবাগান।।

   

তারপর আজ বিকেলে ময়দানের প্রিমিয়ার এ ও বি ক্লাবের কর্তাদের সঙ্গে বৈঠক করেন আইএফএ কর্তারা। তারপরেই আজ ঘোষিত হয় কলকাতা ফুটবল লিগের সময়সূচি। যেখানে গ্রুপ “এ” ও গ্রুপ “বি” ভাগ করা হয় প্রত্যেকটি দলকে। সেখানেই এবার যথেষ্ট কঠিন গ্রুপে পড়ল সবুজ-মেরুন ব্রিগেড। মূলত “গ্রুপ এ” তে পড়েছে মোহনবাগান সুপারজায়ান্টস।

যেখানে তাদের মুখোমুখি হতে হবে ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। সেইসাথে এই গ্রুপে স্থান করে নিয়েছে যথাক্রমে সার্দান সমিতি, টালিগঞ্জ অগ্ৰগামি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও অভিষেক ব্যানার্জীর ডায়মন্ড হারবার এফসি। তাই এই গ্রুপের লড়াই যে ব্যাপক হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।