Instagram was down: থমকে গেল ইনস্টাগ্রাম, বিভ্রান্তির মুখে ব্যবহারকারীরা

Instagram was down

বেশ কিছুক্ষণের জন্য থমকে গেল ইন্সটাগ্রামের (Instagram was down) ব্যবহার। স্টোরি দেওয়া থেকে শুরু করে রিল বানানো, এমনকি রিল চেক করা এবং শেয়ারের ক্ষেত্রেও দেখা যায় বিভ্রান্তি। ঘটনাকে কেন্দ্র করে মেটার দফতরে জমা পড়ে একাধিক অভিযোগ। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত সমস্যার সমাধান করা হয় ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সংস্থার মূল কোম্পানি মেটার তরফ থেকে।

মূলত মঙ্গলবার রাত ১০ টা ৪৫ মিনিট নাগাদ থেকে হঠাৎই সমস্যা দেখা যায় অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে। যার ফলে মেটার বিভ্রাট মোকাবিলা দফতরে একাধিক অভিযোগ জমা পড়তে শুরু করে। অভিযোগ পেতেই নড়েচড়ে বসে সংস্থা। দ্রুতই সংস্থার তরফ থেকে সমস্যার সমাধান করা হয়। মূলত দেখা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা ঠিক হয়ে গেছে। তবে কী কারণে হয়েছিল এমন বিভ্রান্তি? তা এখনও জানা যায়নি।

   

তবে এই সমস্যা প্রথম নয়, এর আগেও গোটা বিশ্বে ইন্টারনেট ব্যবস্থা ধসে পড়ে ছিল। দেখা গিয়েছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মত বহুমুখী এবং বহু মানুষের ব্যবহারযোগ্য অ্যাপগুলি হঠাৎই কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে এই সমস্যার জন্য কর্ণধর সংস্থা মেটার যে বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে, তা বলাই যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন