Sujat Bukhari: সাংবাদিক সুজাত খুনের মূল চক্রীকে জঙ্গি তকমা কেন্দ্রের

২০১৮ সালে খুন হয়েছিলেন জম্মু ও কাশ্মীরের পরিচিত সাংবাদিক সুজাত বুখারি (Sujat Bukhari)। সাংবাদিক খুনের ঘটনায় জড়িত লস্কর-ই-তৈবা জঙ্গি (Let) গোষ্ঠীর সদস্য সাজ্জাদ গুল ওরফে…

২০১৮ সালে খুন হয়েছিলেন জম্মু ও কাশ্মীরের পরিচিত সাংবাদিক সুজাত বুখারি (Sujat Bukhari)। সাংবাদিক খুনের ঘটনায় জড়িত লস্কর-ই-তৈবা জঙ্গি (Let) গোষ্ঠীর সদস্য সাজ্জাদ গুল ওরফে শেখ সাজ্জাদকে জঙ্গি বলে ঘোষণা করল কেন্দ্র। একই সঙ্গে জঙ্গি সংগঠন আল বদরের সদস্য গুলজার দার ওরফে হামজা বুরহানকেও জঙ্গি তকমা দিল কেন্দ্রীয় সরকার।

এই নিয়ে মাত্র ১০ দিনের মধ্যে কেন্দ্র ৬ জনকে জঙ্গি বলে চিহ্নিত করল। চার বছর আগে শ্রীনগরে খুন হয়েছিলেন সাংবাদিক সুজাত বুখারি। সাংবাদিক বুখারিকে খুন করা ছাড়াও আরও একাধিক নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত ছিল সাজ্জাদ।

   

নাশকতা চালানোর পাশাপাশি জঙ্গি সংগঠনকে অর্থ দিয়ে সাহায্য করত সে। তবে এই মুহূর্তে সাজ্জাদ পালিয়ে বেড়াচ্ছে। তাকে ধরতে জোরদার তল্লাশি চলছে। বর্তমানে গোপন আস্তানা থেকেই সাজ্জাদ জম্মু ও কাশ্মীরের তরুণদের লস্কর-ই-তৈবায় যোগ দেওয়ার জন্য কাজ চালাচ্ছে। পাশাপাশি সে সন্ত্রাসবাদী সংগঠনের অর্থ সংগ্রহের দায়িত্বেও রয়েছে।

অন্যদিকে হামজা বুরহান আদতে পুলওয়ামার বাসিন্দা হলেও বর্তমানে সে পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে। কেন্দ্রের এই ঘোষণার ফলে এই সমস্ত জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে প্রশাসন একই সঙ্গে এদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন যে কোনও কাউকে গ্রেফতার করতে পারবে। জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাস ও সন্ত্রাসবাদীদের নির্মূল করতে বেশ কিছুদিন ধরেই সক্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক। সে কারণেই এভাবে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের জঙ্গি ঘোষণা করেছে সরকার।

এরই মধ্যে সূত্রের খবর, এই মুহূর্তে পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় ৬০-৮০ জন জঙ্গি ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনীর কড়া সতর্কতার জন্য তারা অনুপ্রবেশ করতে পারছে না।