Apple Airpods Pro এর ওপর বিশেষ ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট, অর্ডার করুন আজই

বর্তমানে আধুনিকতার ছোঁয়া সর্বত্র। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিনোদন সবই এখন আধুনিক হয়ে উঠেছে তাই বর্তমানে গান শোনার জন্য আর দরকার হয় না লাউড…

বর্তমানে আধুনিকতার ছোঁয়া সর্বত্র। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিনোদন সবই এখন আধুনিক হয়ে উঠেছে তাই বর্তমানে গান শোনার জন্য আর দরকার হয় না লাউড স্পিকারের তার বদলে জায়গা করে নিয়েছে ছোট্ট এয়ার বাডস। বর্তমানে ভারতীয় বাজারে রয়েছে বিভিন্ন নামি দামি সংস্থার এয়ার বার্ডস। আর তার মধ্যে অন্যতম হলো অ্যাপেল এয়ার বার্ডস।

বিদেশি সংস্থা একদিকে যেমন স্মার্টফোন তৈরি করে, ঠিক একই ভাবে তৈরি করে স্মার্ট ওয়াচ এবং গান শোনার জন্য এয়ার বার্ডস। সাম্প্রতিক সময়ে সংস্থা সব থেকে জনপ্রিয় এয়ার বার্ডসটির নাম হল অ্যাপেল এয়ারপর্টস প্র। ভারতীয় বাজারে জানতাম ২৬ হাজার টাকার কাছাকাছি।

   

তবে এবার ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার সাইট flipkart নিয়ে এল১ দুর্দান্ত অফার যার মাধ্যমে আপনি খুব কম দামে apple এর এই Airpods Pro কিনে নিতে পারবেন। বর্তমানে সমস্যা প্রায় ১০ হাজার টাকা ছাড় দিচ্ছে অর্থাৎ এর দাম দাঁড়াচ্ছে মাত্র ১৬ হাজার টাকার কাছাকাছি।

তাছাড়া রয়েছে দুর্দান্ত এক্সিডেন্ট অফার আপনার যদি পুরনো স্মার্টফোন থাকে সেটির বদলে কিনে নিতে পারেন airpods pro। সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন প্রায় ১৫ হাজার ৫০০ টাকার মত অর্থাৎ মাত্র ৬০০ টাকার কাছাকাছি খরচ খুলি আপনি পেয়ে যাবেন নতুন Apple Airpods Pro।