বর্তমানে যা গরম পড়েছে তাতে রীতিমতো প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর এখনই দেখা মিলবে না বর্ষার অর্থাৎ আরো খানিকটা গরমে কষ্ট করতে হবে সাধারণ মানুষকে। তবে ইতিমধ্যে তাপমাত্রা চালিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
যার ফলে সাধারণ মানুষ বাড়ির বাইরে হোক কিংবা বাড়ির ভেতরে কোন জায়গাতেই শান্তিতে থাকতে পারছেন না। বেলা বাড়ার সাথে সাথে সিলিং ফ্যান থেকেও তাপ নামতে শুরু করছে। ফলে একটু আরামে সময় কাটানো আর হয়ে উঠছে না।
তবে ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট সম্প্রতি একটি বিশেষ অফার নিয়ে এসেছে। যার মাধ্যমে আপনি মাত্র কুড়ি হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন একটি ব্র্যান্ডেড কোম্পানির শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। Flipkart এর তরফ থেকে Carrier কোম্পানির একটি এক টন থ্রি স্টার এসির ওপর অফার দেওয়া হয়েছে। যার বাজার মূল্য ৫৬ হাজার টাকার কিছু বেশি। তবে সেক্ষেত্রে সংস্থা প্রায় ৫৩ শতাংশ ছাড় দিচ্ছে।
সাধারণভাবে এসির দাম একেবারেই অর্ধেকের নিচে নেমে আসছে। এখানেই শেষ নয় রয়েছে ক্রেডিট কার্ডের অফার। আপনার যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আরও চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি। সবমিলিয়ে এসি দাম দাঁড়াচ্ছে মাত্র 18 হাজার টাকার কিছু বেশি। একই সাথে থাকছে মাসিক কিস্তি সুবিধা। অর্থাৎ জলের দরে এসি কেনার সুবিধা দিচ্ছে flipkart।


