Tech Tips: 5g স্মার্টফোনে ইন্টারনেটের কম গতি কীভাবে বাড়াবেন

Tech Tips: বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে ইন্টারনেট পরিষেবা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে প্রায় প্রত্যেক বাড়িতেই ব্রডব্যান্ড কিংবা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা ব্যবহার…

Increase Slow Internet Speed on Your 5G Smartphone: Tech Tips and Tricks

Tech Tips: বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে ইন্টারনেট পরিষেবা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে প্রায় প্রত্যেক বাড়িতেই ব্রডব্যান্ড কিংবা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেন কয়েক লক্ষ মানুষ। অন্যদিকে চলতি বছরের শুরুতেই দেশে দুই বৃহৎ বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল এবং জিও 5g পরিষেবা লঞ্চ করেছে। ইতিমধ্যেই দেশের প্রায় সবকটি মেট্রো শহরে চালু হয়ে গিয়েছে 5g পরিষেবা।

আরও পড়ুন: বিনামূল্যে 75 GB ডেটা পাওয়ার সুবর্ণ সুযোগ

   

তবে এই 5g পরিষেবা ব্যবহার করার জন্য দরকার একটি 5g স্মার্টফোন। অনেকে এতদিনে ফাইভ জি স্মার্টফোন কিনেও ফেলেছেন, কিন্তু সেই ভাবে ইন্টারনেটের গতি অনুভব করতে পারছেন না। মেট্রো শহর ছাড়িয়ে ফাইভ-জি নেটওয়ার্ক পরিষেবা দেশের বিভিন্ন ছোট শহরেও প্রবেশ করতে শুরু করেছে। তবে ইন্টারনেটে গতি রয়েছে ঠিক আগের মতই।

আরও পড়ুন: বিনামূল্যে 75 GB ডেটা পাওয়ার সুবর্ণ সুযোগ

সে ক্ষেত্রে অনেকেই টেলিকম সংস্থাগুলির ওপর দোষারোপ করছেন। কিন্তু আপনার নিজের ভুলই স্মার্টফোন 5g পরিষেবা দিতে পারছে না এমনটাই জানাচ্ছে টেলিকম সংস্থা। মূলত স্মার্টফোনে আপনি ঠিক কি ধরনের নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার করতে চান সেটা বাছাই করে নিতে হয়। আর সেখানেই রয়েছে গন্ডগোল।

আরও পড়ুন: আগামী সপ্তাহে দুর্দান্ত ফিচার নিয়ে আসতে চলেছে Samsung M14 5G

প্রথমত আপনার স্মার্টফোনের নেটওয়ার্ক সেটিংস অপশনে গিয়ে 5g নেটওয়ার্ক এনাবেল করতে হবে। তারপরেই আপনার স্মার্টফোন আগের থেকে অনেক বেশি ইন্টারনেটের গতি ধারণ করতে পারবে। তাছাড়া ফোনটি কি একবার রিস্টার্ট করতে পারেন, যার ফলে স্মার্ট ফোন নতুন করে আপনার বাড়ির কাছে থাকা টাওয়ার লোকেট করবে এবং ইন্টারনেটের গতি বৃদ্ধি করবে। তাছাড়া আপনার স্মার্টফোনের মধ্যে থাকা ফ্লাইট মোড অপশন থেকে অন অফ করেও 5g পরিষেবা গ্রহণ করতে পারেন।