প্রকাশ্যে Tata Harrier EV এর নতুন লুক, শীঘ্রই ভারতীয় রাস্তায়

Tata তাদের এই নতুন গাড়ির নাম রেখেছে Tata Harrier EV। তবেই গাড়ি কবে সাধারণ মানুষের জন্য লঞ্চ করা হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।

Tata Harrier EV

বর্তমানে আমাদের দেশে যে সমস্ত গাড়ি নির্মাণকারী সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো টাটা মোটরস। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় বাজারে একই ভাবে রাজত্ব করছে এই গাড়ি নির্মাণকারী সংস্থা। শুধু ভারতীয় রাস্তায় নয়, ভারতীয়দের মনে জায়গা করে নিয়েছে টাটা মোটরস। ভারতীয় মন্ত্রী আমরা থেকে শুরু করে সাধারণ সকলেরই প্রথম পছন্দের টাটা মোটরস নির্মিত গাড়ি।

তার কারণ অবশ্য টাটা মোটরস কোন দিনই যাত্রী সুরক্ষার সাথে কোন আপোষ করে না। তাই প্রথম থেকেই দেশের সাধারণ মানুষের কাছে প্রথম পছন্দের টাটা মোটরস। আমাদের দেশে টাকা মোটরস যে সমস্ত গাড়ি নির্মাণ করে তাদের মধ্যে অন্যতম হলো Tata Harrier। আরিবার এই গাড়ির ব্যাটারি চালিত প্রথম ঝলক প্রকাশ্যে এলো।

Tata তাদের এই নতুন গাড়ির নাম রেখেছে Tata Harrier EV। তবেই গাড়ি কবে সাধারণ মানুষের জন্য লঞ্চ করা হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু আশা করা যাচ্ছে ২০২৪ সালে টাটা তাদের বৈদ্যুতিক এসইউভি গাড়ি দেশীয় বাজারে আনবে। সমস্যার পক্ষ থেকে জানানো হয়েছে গাড়ির মধ্যে থাকছে ফোর হুইল ড্রাইভ অপশন।

একই সাথে সমস্যা দিচ্ছে দুটি ইলেকট্রিক মোটর যা কোন ভাবেই আপনার গাড়িকে অন্যান্যদের থেকে পিছিয়ে পড়তে দেবেনা। সংস্থা পক্ষ থেকে আরও বলা হয়েছে তাদের এই নতুন গাড়ি একবার চার্জ দিলে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। তবে গাড়ির বাকি সমস্ত ফিচারস এবং ব্যাটারি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি সংস্থা।