বাজারে এল Nokia 110 4g, ফিরল পুরনো নস্টালজিয়া

একটা সময় ভারতীয় টেলিকম বাজারে রাজত্ব করত Nokia। যখন আমাদের দেশে ধীরে ধীরে ফিচার ফোনের ব্যবহার শুরু হয়েছে ঠিক তখন এই ব্র্যান্ড সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিল বেশ অনেকটাই।

Nokia 110 4G

একটা সময় ভারতীয় টেলিকম বাজারে রাজত্ব করত Nokia। যখন আমাদের দেশে ধীরে ধীরে ফিচার ফোনের ব্যবহার শুরু হয়েছে ঠিক তখন এই ব্র্যান্ড সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিল বেশ অনেকটাই। তবে সময়ের সাথে তাল মিলিয়ে হাজির হয়েছে স্মার্টফোন। সেক্ষেত্রে অবশ্য অনেকটাই পিছিয়ে পড়েছিল এই সংস্থা।

একটা সময় মাইক্রোসফট এর সাথে জুটি বেঁধেছিল কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। কিন্তু আবারো তার পুরনো রুপে ফিরে এসেছে সংস্থা। সম্প্রতি বাজারে নিয়ে এসেছে একাধিক স্মার্টফোন। যা সাধারণ মানুষের নজর কেড়েছে। তবে সাম্প্রতিক বাজারে শুধুমাত্র স্মার্ট ফোন নয় বরং বেশ কয়েকটি ফিচার ফোন নিয়ে হাজির হয়েছে nokia।

আর এবার তারা নিয়ে এলো আরও দুটি ফিচার ফোন যার মধ্যে একটি হলো nokia 110 2g এবং অপরটি হল nokia 110 4g। দুটি বিচার ফোনে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত সমস্ত ফিচার। এর মধ্যে আপনি পেয়ে যাবেন ইউপিআই পেমেন্টের মত অপশন। অর্থাৎ অনলাইন লেনদেন করতে আর স্মার্টফোনের উপর ভরসা করতে হবে না। আপনি কিপ্যাড ফোন দিয়েও পারবেন সহজে লেনদেন করতে।

একই সাথে আপনি পেয়ে যাবেন এক্সপেন্ডেবল 32gb ইন্টারনাল স্টোরেজ। তাছাড়া আপনি পাচ্ছেন 2g এবং 4g ইন্টারনেট কানেক্টিভিটি। Nokia 110 2g এর মধ্যে সমস্ত ইচ্ছে 1000mh ব্যাটারি এবং ওপর দিকে Nokia 110 4g এর মধ্যে সংস্থা আপনাকে দেবে 1450mh এর ব্যাটারি। তাছাড়া আপনি দুটি ফিচার ফোনের মধ্যেই পেয়ে যাবেন হাই ডেফিনেশন কলিং এর সুবিধা। সংস্থার পক্ষে থেকে এই ফিচার ফোন দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১৭০০ টাকা এবং ২৫০০ টাকা।