দালাল স্ট্রিটে দেখা গেল মোদীর জাদু, লং জাম্প সেনন্সেক্সে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিতেই আবার ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। সোমবার বাজার খুলতেই দালাল স্ট্রিট জুড়ে খুশির হাওয়া । মোদীর শপথের পরের দিনই রেকর্ড উচ্চতায়…

SHARE MARKET M

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিতেই আবার ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। সোমবার বাজার খুলতেই দালাল স্ট্রিট জুড়ে খুশির হাওয়া । মোদীর শপথের পরের দিনই রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল শেয়ার বাজার। এক ধাক্কায় একেবারে ৭৭.০৭৯ লেভেলে পৌঁছে গিয়েছে শেয়ার বাজার। নিফটিও চড়েছে হুড়মুড়িয়ে। সেখানে নিফটির মাত্রা ০.৩৯ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ২৩.৪১১ শতাংশে।

রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ নিতেই আজ আবার শেয়ার বাজার ঘুরে দাঁড়ায়। এ দিন সেনসেক্স-নিফটির উত্থানে সবথেকে বেশি লাভ করেছে পাওয়ারগ্রিড, এনটিপিসি, এসবিআই, টাটা মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্ক ও আল্ট্রাটেক সিমেন্ট। অন্যদিকে ক্ষতির মুখে পড়েছে টিসিএস,উইপ্রো, ইনফোসিস ও টেক মাহিন্দ্রার মত কোম্পানিগুলি।

   

তবে আজ শেয়ার বাজারের হাল ফেরাতেই মিডক্য়াপ ইনডেক্স ১.০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে স্মলক্যাপ ইনডেক্স ১.২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি রিয়েল ও নিফটি অয়েল অ্যান্ড গ্য়াসে যথাক্রমে ২.১৩ শতাংশ, ১.৮০ শতাংশ ও ১.১৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। কিন্তু এর পাশাপাশি রেকর্ড উচ্চতায় আদানিদের শেয়ারের দরও চড়েছিল। এদিকে ভোটে এবার ভাল ফল করতে পারেনি বিজেপি। তার জেরে একেবারে ধাক্কা খেয়েছিল শেয়ার বাজার। আবার প্রধানমন্ত্রী পদে মোদী ফিরতেই শেয়ার বাজারের দর চড়েছে হু হু করে। তাই আর চিন্তার কোন কারণ নেই বিনিয়োগকারীদের।