ভারতের বাজারে এল Kodak এর LED টিভি, জানুন বিস্তারিত

একটা সময় ছিল যখন বিশ্বের বাজারে রেল ক্যামেরা তৈরি করতো কোডাক (Kodak) কোম্পানি। তবে এখন ডিজিটাল এর যুগে সেসব অতীত কারণ রিল ক্যামেরা এখন প্রায় দেখা যায় না বললেই চলে।

Kodak New LED TV

একটা সময় ছিল যখন বিশ্বের বাজারে রেল ক্যামেরা তৈরি করতো কোডাক (Kodak) কোম্পানি। তবে এখন ডিজিটাল এর যুগে সেসব অতীত কারণ রিল ক্যামেরা এখন প্রায় দেখা যায় না বললেই চলে। প্রতিযোগিতা থেকে আজ অনেকটাই পিছিয়ে পড়েছে এই সংস্থা। তবে কোডাক নাম শুনলে এখনো বহু মানুষের মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা।

কিন্তু আর ক্যামেরা নয় বরং এবার বৈদ্যুতিক সরঞ্জামের বাজারে নিজের রাজত্ব বিস্তার করতে মাঠে নামল কোডাক। সম্প্রতি ভারতীয় বাজারে কোডাগের পক্ষ থেকে নিয়ে আসা হলো বেশ কিছু স্মার্ট এলইডি টিভি। যার মধ্যে রয়েছে 32 ইঞ্চি থেকে শুরু করে ৭৫ ইঞ্চির এলইডি টিভি। কোডাকের ৭৫ ইঞ্চি এলইডি টিভির মধ্যে আপনি পেয়ে যাবেন 2gb ram এবং 16gb ইন্টারনাল স্টোরেজ।

একই সাথে পাবেন QLED ডিসপ্লে। অন্যদিকে রয়েছে ৩২ ইঞ্চি ৪০ ইঞ্চি 42 ইঞ্চি 43 ইঞ্চির মতো ভেরিয়েন্ট যার মধ্যে আপনি পেয়ে যাবেন 1gb ram এবং 8gb ইন্টার্নাল স্টোরেজ এর সুবিধা। শুধু তাই নয় তার সাথে আপনি পেয়ে যাবেন ফুল এইচডি রেজুলেশনে ছবি দেখার মতো অনুভূতি।

Flipkart amazon এর মতো ই-কমার সাইটে আপনি সহজেই পেয়ে যাবেন এই সমস্ত এলইডি টিভি। অনলাইন মাধ্যমে এই স্মার্ট টিভির দাম রাখা হয়েছে ১০ হাজার টাকা থেকে শুরু করে ১৮ হাজার টাকা পর্যন্ত। তাছাড়া ৫৫ ইঞ্চির এলইডি টিভি আপনি পেয়ে যাবেন মাত্র ৪০ হাজার টাকা কাছাকাছি।