One plus: ভারতে আসছে ১১ সিরিজের ফোন, জেনে নিন দাম

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে ওয়ান প্লাস (One plus) ১১ সিরিজ লঞ্চ করবে‌। এই সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি ওয়ান প্লাস ১১আর আসবে। এরমধ্যে ওয়ান প্লাস…

One plus to launch it's 11 series

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে ওয়ান প্লাস (One plus) ১১ সিরিজ লঞ্চ করবে‌। এই সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি ওয়ান প্লাস ১১আর আসবে। এরমধ্যে ওয়ান প্লাস ১১ ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর সহ আসবে ওয়ান প্লাস ১১আর। এখন এক টিপস্টার এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন দুটির সম্ভাব্য দাম সামনে এনেছেন।

আজ টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন, ভারতে ওয়ানপ্লাস ১১ ফোনের দাম রাখা হবে ৫৫,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকার মধ্যে। উল্লেখ্য, ওয়ানপ্লাস ১০ প্রো এর দাম রাখা হয়েছিল ৬৬,৯৯৯ টাকা।

এছাড়া টিপস্টার আরও বলেছেন যে, ওয়ানপ্লাস ১১আর মডেলটি ভারতে ওয়ানপ্লাস ১০টি এর থেকে ৩,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা বেশি মূল্যে লঞ্চ হবে। নয়া মডেলটি সাধারণত ওয়ানপ্লাস ১১ এর একটি ডাউনগ্রেড ভার্সন হবে। এর দাম রাখা হতে পারে ৪৮,০০০ টাকা থেকে ৫২,০০০ টাকার মধ্যে।

এর আগে জানা গিয়েছিল, ওয়ান প্লাস ১১ মডেলে থাকবে ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩২১৬ x ১৪৪০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। এতে দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এটি ১৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

অন্যদিকে OnePlus 11R ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। আর ফোনটি ১২০ হার্টজ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করবে।