নতুন ফিচার নিয়ে এল Paytm, জানুন বিস্তারিত

ভারতের সাধারণত google pay, paytm, phonepe এর মতো অনলাইন আর্থিক লেনদেনকারী অ্যাপ রয়েছে। যার সাথে প্রতিদিনই কয়েক লক্ষ মানুষ আর্থিক লেনদেন করে থাকেন। তবে অনেক সময় আর্থিক লেনদেনে সমস্যা দেখা দেয়

Paytm brought new features

বর্তমানে সর্বত্র ডিজিটালের ছোঁয়া। বাড়ি বসে জামাকাপড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী অর্ডার এমনকি আর্থিক লেনদেন সবই সম্ভব অনলাইন এর মাধ্যমে। সাম্প্রতিক সময়ে অনলাইন লেনদেন সাধারণ মানুষ বিশেষ করে তরুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ বাড়ি বসে মুহুর্তের মধ্যে হাজার হাজার টাকার আর্থিক লেনদেন করা সম্ভব নিমেষেই।

ভারতের সাধারণত google pay, paytm, phonepe এর মতো অনলাইন আর্থিক লেনদেনকারী অ্যাপ রয়েছে। যার সাথে প্রতিদিনই কয়েক লক্ষ মানুষ আর্থিক লেনদেন করে থাকেন। তবে অনেক সময় আর্থিক লেনদেনে সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনলাইন লেনদেন করার সময় মাঝপথে টাকা আটকে গিয়েছে কিংবা যার কাছে পৌঁছানো উচিত তার কাছে টাকা পৌঁছায়নি।

তাছাড়া অনেক সময় পেমেন্ট ফেল হয়ে যাওয়ার মত একটা সমস্যা লক্ষ্য করা যায়। তাই এবার নতুন ফিচার নিয়ে এলো UPI। জানা গিয়েছে এবার থেকে আর লেনদেনের জন্য কোন সমস্যা হবে না। অনেক ক্ষেত্রে আমরা যাকে একাধিক বার টাকা পাঠাই তার নাম খুঁজে বের করতে অনেকটাই সমস্যা হয়।

তাই এবার থেকে সেই সমস্ত ব্যক্তির নাম আপনি ইচ্ছে করলে সবার উপরে সেভ করে রাখতে পারবেন। যার ফলে দ্রুত পেমেন্ট হবে একই সাথে দেওয়া হবে পিন নম্বর। প্রথমে পেটিএম খুলে মেক পেমেন্ট অপশনে যেতে হবে তারপর সেখানেই আপনি খুঁজে পাবেন রিসেন্ট অপশনটি। এই রিসেন্ট অপশনে গিয়ে আপনি যার নাম্বারটি প্রথমে সেভ করে রাখতে চান সেই নম্বরের ওপর পাঁচ সেকেন্ড প্রেস করে থাকতে হবে। তাহলে আপনার ওই নাম্বারটি সবার উপরে চলে আসবে।