রাত পোহালেই ইলেকট্রিক গাড়ির বাজার তোলপাড় করতে আসছে Tata Curvv EV

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাতটুকু পোহালেই ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে লঞ্চ হচ্ছে টাটা কার্ভ ইভি (Tata Curvv EV)। অনেক আশা নিয়ে টাটা মোটরস (Tata…

Tata-Curvv-EV

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাতটুকু পোহালেই ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে লঞ্চ হচ্ছে টাটা কার্ভ ইভি (Tata Curvv EV)। অনেক আশা নিয়ে টাটা মোটরস (Tata Motors) বাজারে এই গাড়ি আনছে। এটি আদতে একটি ক্যুপ ডিজাইনের এসইউভি মডেল। লঞ্চের আগের দিন এই গাড়ি নিয়ে বড় খবর পাওয়া গেল। কী শুনবেন?

টাটা কার্ভ ইভি (Tata Curvv EV) অথোরাইজ শোরুমগুলিতে ইতিমধ্যেই পৌঁছানো শুরু হয়েছে। বাজারে গাড়িটির প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থিত MG ZS EV, BYD Atto 3 ও আসন্ন Hyundai Creta EV। চলুন মডেলটির সম্পর্কে জেনে নেওয়া যাক। 

   

টাটা কার্ভ ইভি : প্ল্যাটফর্ম

কার্ভ ইভি (Tata Curvv EV) গাড়িটি টাটার active.ev প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই একই প্ল্যাটফর্ম ব্যবহার করে এসেছে Punch EV-ও। আসলে এই প্ল্যাটফর্ম চার লেয়ার দ্বারা নির্মিত। এটি ৩০০-৬০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। প্ল্যাটফর্মটি বিভিন্ন ড্রাইভট্রেন কনফিগারেশন সমর্থন করে। যেমন – FWD (ফোর হুইল ড্রাইভ), RWD (রিয়ার হুইল ড্রাইভ) এবং AWD (অল হুইল ড্রাইভ)।

টাটা কার্ভ ইভি : রেঞ্জ ও চার্জিং

সংস্থার দাবি, টাটা কার্ভ ইভি ফুল চার্জে প্রায় ৫০০ কিলোমিটার পথ চলতে পারবে। এটি দুই ধরণের ব্যাটারি বিকল্পে আসবে। এতে দেওয়া হবে ভেহিকেল-টু-লোড, ব্রেক রিজেনারেশন, ড্রাইভিং মোড এবং ডিসি ফাস্ট চার্জিং।

অ্যাডভেঞ্চার বাইক ভালোবাসেন? সুখবর দিল কেটিএম

টাটা কার্ভ ইভি : ফিচার্স

ফিচারের প্রসঙ্গে বললে, টাটা কার্ভ ইভি-তে থাকছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, Arcade.ev স্যুট। এছাড়া রয়েছে একটি ওয়্যারলেস চার্জার, স্বয়ংক্রিয় হেডল্যাম্পের পাশাপাশি ওয়াইপার এবং একটি ইলুমিনেটেড টাটা লোগো। সুরক্ষাজনিত বৈশিষ্ট্যের মধ্যে দ্বিতীয় পর্যায়ের ADAS, ড্রাইভার ডোজ-অফ অ্যালার্ট সহ ESP, ৬টি এয়ারব্যাগ এবং অল-হুইল ডিস্ক ব্রেকের দেখা মিলবে।