প্রত্যাশা মতই আজ ভারতের বাজারে লঞ্চ হল টাটা কার্ভ (Tata Curvv)। ভারতে এই ক্যুপ এসইউভি মডেলটির দাম ৯.৯৯ লক্ষ থেকে ১৭.৬৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। জানিয়ে রাখি, এটি গাড়িটির ইন্ট্রোডাক্টরি মূল্য। আগামী ৩১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত এই দামের মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ উক্ত সময়ের মধ্যে এই মূল্যে টাটা কার্ভ কেনা যাবে।
মোট চারটি ট্রিমে ভারতের বাজারে হাজির হয়েছে টাটা কার্ভ। এগুলি হল – স্মার্ট, পিওর, ক্রিয়েটিভ এবং অ্যাকমপ্লিস। আবার এগুলির সাব-ভ্যারিয়েন্টও রয়েছে। উল্লেখ্য, ভারতের কম্প্যাক্ট এসইউভি গাড়ির বাজারে এটি হচ্ছে একাদশ তম মডেল। এদিকে গত মাসেই এই গাড়ির ইলেকট্রিক ভার্সন লঞ্চ হয়েছে। এবারে আইসিই মডেলটি লঞ্চ হল।
Tata Curvv: ইন্টেরিয়র
বার্গেন্ডি ও ব্ল্যাক এই ডুয়েল ইন্টেরিয়র থিম সহ হাজির হয়েছে Tata Curvv। এতে আকর্ষণীয় ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে ব্যাকলিট টাটা লোগো সহ একটি ফোর স্পোক স্টিয়ারিং হুইল, ১২.৩ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, যা ওয়্যারলেস অটো ও অ্যাপেল কারপ্লে সমর্থন করবে। এছাড়া রয়েছে একটি ১০.২৫ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, নাইন-স্পিকার জেবিএল সাউন্ড সিস্টেম এবং একটি ওয়্যারলেস ফোন চার্জার।
Tata Curvv Accomplished+ A ট্রিমে বাড়তি ফিচার্স হিসেবে উপস্থিত চালকের জন্য ৬-ওয়ে ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টমেন্ট এবং টু-স্টেপ রিক্লাইন ফাংশন সহ একটি রিয়ার বেঞ্চ। এছাড়া সুরক্ষাজনিত বৈশিষ্ট্যের তালিকায় উপস্থিত একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা, ৬টি এয়ারব্যগ, দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, অল-ডিস্ক ব্রেক, টিপিএমএস এবং অটো হোল্ড সহ ইলেকট্রিনিক পার্কিং ব্রেক।
Tata Curvv : ইঞ্জিন
Hyperion নামের একটি ১.২ লিটার GDi টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন সহ এসেছে Tata Curvv। এটি থেকে সর্বোচ্চ ১২৪ বিএইচপি শক্তি এবং ২২৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে রয়েছে একটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৭-স্পিড ডিসিএ অটোমেটিক ট্রান্সমিশন।
মোটা টাকা ডিসকাউন্টে কিনুন Kawasaki Ninja 500, অফার হাতছাড়া হলে কিন্তু পস্তাবেন
আবার টাটা কার্ভ-এর লোয়ার ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে একটি ১.২ লিটার ইঞ্জিন। যার আউটপুট ১১৯ বিএইচপি শক্তি এবং ১৭০ এনএম টর্ক। এই মডেলেও রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল এবং ৭-স্পিড ডিসিএ অটোমেটিক ট্রান্সমিশন।
এছাড়া টাটা কার্ভ (Tata Curvv) একটি ১.৫ লিটার Kyrotec ডিজেল ইঞ্জিনেও বেছে নেওয়া যাবে। যা থেকে ১১৭ বিএইচপি শক্তি এবং ২৬০ এনএম টর্ক পাওয়া যাবে। এতেও উপলব্ধ ৬-স্পিড ম্যানুয়াল এবং ৭-স্পিড ডুয়েল ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশন। জানিয়ে রাখি, সেগমেন্টের প্রথম গাড়ি হিসেবে এতে দেওয়া হয়েছে ডুয়েল ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত ডিজেল ইঞ্জিন। এর সঙ্গে রয়েছে প্যাডেল শিফটার।