কার্ভ লঞ্চ করেই টাটার চমক, ইলেকট্রিক গাড়িতে ২ লক্ষ টাকা ছাড়ের ঘোষণা সংস্থার

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে Tata Curvv EV। দাম ১৭.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। নতুন গাড়ি লঞ্চ করেই টাটা মোটরস (Tata Motors) ক্রেতাদের…

Tata-Nexon-EV

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে Tata Curvv EV। দাম ১৭.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। নতুন গাড়ি লঞ্চ করেই টাটা মোটরস (Tata Motors) ক্রেতাদের জন্য চমক নিয়ে এল। একটি মডেলে লোভনীয় ছাড়ের ঘোষণা করল সংস্থা। এটি হচ্ছে বর্তমানে দেশের বেস্ট-সেলিং ইলেকট্রিক ভেহিকেল টাটা নেক্সন ইভি (Tata Nexon EV)। অগস্টে এই গাড়ি কিনলেই পেয়ে যাবেন সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তাই এই গাড়িটি বাড়ি নিয়ে আসার এটিই মোক্ষম সুযোগ। চলুন অফারের প্রসঙ্গে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Tata Nexon EV : ডিসকাউন্ট

   

টাটা নেক্সন ইভি-তে সর্বাধিক ১.৮০ লক্ষ টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। গাড়িটির টপ-এন্ড ভ্যারিয়েন্ট Empowered+ LR-এ ১.৮০ লক্ষ টাকার ডিসকাউন্টের ঘোষণা করেছে টাটা। যার পরিমাণ আগের মাসের তুলনায় ৫০,০০০ টাকা বেশি। আবার এন্ট্রি-লেভেল Creative+ MR-এ পাওয়া যাচ্ছে ২০,০০০ টাকার আর্থিক লাভ। যেখানে Fearless MR ও Fearless +MR- চলছে ১ লক্ষ টাকা ছাড়। আবার Empowered ট্রিম ১.২ লক্ষ সস্তায় বাড়ি আনা যাচ্ছে।

ভারতীয় অটোমোবাইল কোম্পানিটি তাদের নেক্সন ইভি-র লং রেঞ্জ লাইনআপের Fearless-এ ১.২ লক্ষ টাকার বেনিফিট অফার করছে কোম্পানি। এই ছাড় আগের মাসের তুলনায় ৫০,০০০ টাকা বেশি। Empowered +LR ও Dark Empowered +LR-এ দেওয়া হচ্ছে ১.৮০ লক্ষ টাকার ডিসকাউন্ট। আবার ২০২৩-এর মডেল কিনলে,প্রতিটি ট্রিমে পেয়ে যাবেন অতিরিক্ত ২৫,০০০ টাকার ছাড়।

Tata Nexon EV : স্পেসিফিকেশন ও দাম

টাটা নেক্সন ইভি দু’ধরনের ব্যাটারি সহ বেছে নেওয়া যায় – ৩০ কিলোওয়াট আওয়ার এবং ৪০.৫  কিলোওয়াট আওয়ার। এন্ট্রি অথবা মিড লেভেল ভার্সনের আউটপুট ১২৭ বিএইচপি এবং ২১৫ এনএম টর্ক। এটি ৯.২ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টার গতিবেগ তুলতে সক্ষম। আবার লং-রেঞ্জ ভ্যারিয়েন্টের আউটপুট ১৪৩ বিএইচপি এবং ২১৫এনএম টর্ক। এটি ০-১০০ কিমি/ঘণ্টার গতিবেগ তুলতে সময় নেয় ৮.৯ সেকেন্ডে। টাটার দাবি, তাদের এই গাড়ির সর্বাধিক রেঞ্জ ৪৬৫ কিলোমিটার। মডেল দুটির দাম যথাক্রমে ১৪.৪৯ লক্ষ টাকা এবং ১৯.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

স্পোর্টি বাইক কিনবেন ভাবছেন? Royal Enfield-এর এই মডেলের জন্য অপেক্ষা করে যান

উল্লেখ্য, টাটার এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। আবার অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়ি কেনার অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।