আসছে মির্জাপুরের তৃতীয় সিজেনের বোনাস পর্ব (Mirzapur Season 3 Bonus Episode )। সম্প্রতি, তাদের সোশাল মিডিয়াতে এই ঘোষণা করেছে আমাজন প্রাইম ভিডিও। প্রসঙ্গত, ৫ জুলাই মুক্তি পায় মির্জাপুরের তৃতীয় সিজেন (Mirzapur Season 3)। দর্শক এবং সমালোচকদের কাছ থেকে সমালোচনা পেলেও রেকর্ড গড়ে মির্জাপুরের তৃতীয় সিজেন। মুক্তির সপ্তাহের প্রথম সপ্তাহান্তে, প্রাইম ভিডিওর সবচেয়ে বেশি দেখা শোতে (Most Watched show) পরিণত হয় সিরিজটি। অগস্ট মাসেই আসছে এই অতিরিক্ত পর্ব।
দর্শকদের সমালোচনার মূল বিষয়গুলির মধ্যে ছিল, তাঁদের প্রিয় চরিত্র মুন্না ভাইয়ার উপস্থিতি। তাঁদের অনেকেই মতামত মুন্না ভাইয়া না থাকায় সিরিজের পর্বগুলি যতটা জমতে পারত, ততটা জমে ওঠেনি পর্বগুলি। এছাড়াও দর্শকদের অভিযোগ ছিল পঙ্কজ ত্রিপাঠীর কালীন ভিয়ার দৃশ্য কম থাকাও এই সেইজেনের কম জোরালো হওয়ার আরেকটি বড় কারণ। তবে এই সিজেনে তাঁর অভিনয়ের জন্য সবাই প্রশংসা করেন আলী ফজল। সিজেনের সাফল্যে এবং দর্শকের ইচ্ছেপূরণ করতে এবার নয়া উদ্যোগ নিল আমাজন প্রাইম ভিডিও।
View this post on Instagram
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে আমাজন প্রাইম ভিডিও। ক্যাপশনে তারা লেখে, “নিজেদের সিট বেল্ট লাগিয়ে নিন, মির্জাপুরের তৃতীয় সিজেনের বোনাস পর্ব আসছে। যা আসছে তা কল্পনাই করতে পারবেন না আপনারা।” এই ভিডিওতে গুড্ডু ভিয়ার রূপে রয়েছে আলী ফজল। তাঁকে বলতে শোনা যায়, ” আমাজন প্রাইম ভিডিওর অফিস থেকে আসছি। কয়েকজনকে মেরে ধরে মির্জাপুরের তৃতীয় সিজেনের ডিলিটেড দৃশ্যগুলি জোগাড় করেছি। মির্জাপুরের তৃতীয় সিজেনের বোনাস এপিসোড আসছে। দেখতে ভুলবেন না আপনারা। খুব মজা পাবেন, কথা দিচ্ছি। “
ভিডিওতে গুড্ডু ভাইয়া আরও বলেন, ” এই এপিসোড একজন বহু চর্চিত চরিত্র ফিরছেন। আমিই তাঁকে মেরে ফেলেছিলাম। তবে এই চরিত্রের এতই জনপ্রিয়তা তাঁকে বেশিদিন মৃত রাখা যাবে না। তিনিও ফিরতে খুবই ইচ্ছুক। এই মাসেই আসছে মির্জাপুরের তৃতীয় সিজেনের পর্ব। খুব মজা পাবেন।”
প্রসঙ্গত এই সিরিজের দ্বিতীয় সিজেনের অন্তিম পর্বে গুড্ডির হাতে নিহত হন মুন্না ভাইয়া। তৃতীয় সিজেনের অষ্টম পর্বে রাগের মাথায় গুড্ডু মেরে ফেলেন রবিন ওরফে রাধেশ্যাম গর্বলকে। দুটি চরিত্রের মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি দর্শকরা। এঁদের মধ্যে যে কেউই ফিরতে পারেন বলে অনুমান দর্শকের। তবে গুড্ডুর মুখে ‘জালওয়া’ শুনে মুন্নার ফেরার আশা দেখছেন অনেকে। দ্বিতীয় সিজেনের চতুর্থ পর্বে নিজের সম্বন্ধে এই শব্দটি ব্যবহার করেন মুন্না। কোন চরিত্র ফিরবেন শেষ পর্যন্ত? উত্তরের অপেক্ষায় সিরিজের অনুরাগীরা।