নতুন বাইক এনে বাজার কাঁপাবে Royal Enfield, ক’মাসের মধ্যেই আসছে এই তিন মডেল

টু হুইলারে আপডেট দেওয়ার ক্ষেত্রে ভারতের প্রথম সারির প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সদা তৎপর। প্রতিবেদনের খবর অনুযায়ী, এবারে সংস্থা তাদের একসঙ্গে তিন…

royal-enfield-classic-350

টু হুইলারে আপডেট দেওয়ার ক্ষেত্রে ভারতের প্রথম সারির প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সদা তৎপর। প্রতিবেদনের খবর অনুযায়ী, এবারে সংস্থা তাদের একসঙ্গে তিন তিনটি বাইকের আপডেট ভার্সন আনতে চলেছে। এগুলি হল – 2024 Royal Enfield Classic 350, Bullet 350 ও Meteor 350। 

Classic 350, Bullet 350 ও Meteor 350-তে আপডেট দেবে Royal Enfield

   

যার মধ্যে আগামী ১২ অগস্ট ভারতের বাজারে আসছে নতুন প্রজন্মের রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০। এরপরই আসবে নতুন রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ ও মিটিওর ৩৫০। এগুলির ডিজাইন ও ফিচারে আপডেট দেওয়া হবে। কিন্তু ইঞ্জিনে কোন পরিবর্তন ঘটানো হবে না। চলুন মডেলগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

২০২৪ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর হেডলাইট, টেললাইট এবং টার্ন ইন্ডিকেটরে এলইডি সেটআপ দেওয়া হবে। তবে, এটি স্ট্যান্ডার্ড নাকি টপ-এন্ড ট্রিমে দেওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। সিগনেচার পাইলট ল্যাম্পের পরিবর্তে দেওয়া হবে এলইডি লাইট। সংস্থার প্রথম মডেল হিসেবে এতে অ্যাডজাস্টেবল লিভার দেওয়া হচ্ছে। আবার নতুন রঙে হাজির হওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে ১২টি কালার অপশনে বেছে নেওয়া যায় ক্লাসিক ৩৫০।

২০২৪ রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০-এও এলইডি হেডলাইট দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০-এ ইতিমধ্যেই এলইডি হেডল্যাম্প উপস্থিত। এবারে এতে এলইডি পাইলট ও টেলল্যাম্প দেওয়া হতে পারে। এছাড়া এদের ফিচারে অল্পবিস্তর নতুনত্বের দেখা মিলতে পারে। 

প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ডের বাজারচলতি ৩৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিনে্র সঙ্গেই আনা হতে পারে এই বাইকগুলি। এটি থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপুই শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ারবক্স। 

Tata বা Maruti নয়, জুলাইয়ে সবচেয়ে মানুষ কিনলেন Hyundai-এর এই এসইউভি

আবার উপরিউক্ত মোটসাইকেলগুলির সাসপেনশনে এবং ব্রেকিং সিস্টেমে কোন বদল ঘটানো হবে না বলেই অনুমান। উভয় বাইকই সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ৬-স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড সহ টুইন-টিউব ইমালসন শক অ্যাবজর্বার রয়েছে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে রয়েছে ৩০০ মিমি ফ্রন্ট এবং ২৭০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক। যা ডুয়েল-চ্যানেল এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) যুক্ত।