সম্প্রতি ভারতের বাজারে সস্তার পরিবেশবান্ধব মোটরসাইকেল হিসেবে লঞ্চ হয়েছে বাজাজ ফ্রিডম সিএনজি (Bajaj Freedom CNG)। ক্রেতাদের হাতে আরও বেশি সাশ্রয়ী মূল্যে বাইক তুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেল। রিপোর্টের দাবি, সংস্থা এবারে বাইকটির আরও সস্তার ভ্যারিয়েন্ট লঞ্চের পরিকল্পনা করছে। সম্প্রতি তার টেস্টিংও চালু করেছে বাজাজ আটো (Bajaj Auto)।
নতুন ভ্যারিয়েন্টের Bajaj Freedom CNG আসছে
নয়া ভ্যারিয়েন্টের বাজাজ ফ্রিডম সিএনজি-র আগাগোড়া ক্যামোফ্লেজে মোড়ানো থাকলেও অনুমান করা হচ্ছে, দাম কমানোর জন্য এর ফিচারে কিছু কাটছাঁট করা হয়েছে। এলইডি-র পরিবর্তে এতে দেওয়া হয়েছে হ্যালোজেন লাইট। আবার বর্তমান মডেলের টেলিস্কোপিক ফর্ক এতে উধাও। বদলে রয়েছে সস্তার ফর্ক গেইটর ও ছিমছাম ডিজাইনের ফ্রন্ট মাডগার্ড।
সিঙ্গেল টোন কালার অপশনে আনা হবে এই নয়া বাজাজ ফ্রিডম সিএনজি। আবার ক্যামোফ্লেজের নিচে অতি সাধারণ গ্রাফিক্স দেওয়া রয়েছে বলে অনুমান। ফিচারের প্রসঙ্গে বললে, এতে দেওয়া হতে পারে ব্লুটুথ সংযোগ বিহীন একটি বেসিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। দু’চাকায় থাকবে ড্রাম ব্রেক।
নতুন বাইক এনে বাজার কাঁপাবে Royal Enfield, ক’মাসের মধ্যেই আসছে এই তিন মডেল
নতুন ভ্যারিয়েন্টের বাজাজ ফ্রিডম সিএনজি-র ইঞ্জিনে কোন পরিবর্তন ঘটানো হবে না। স্ট্যান্ডার্ড মডেলের মতোই দেওয়া হবে একটি ১২৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে ৯.৩ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ৯.৭ এনএম টর্ক পাওয়া যাবে। মোটরের সঙ্গে থাকছে ৫-ধাপ গিয়ার। স্ট্যান্ডার্ড মডেলটির দাম ৯৪,৯৯৫ টাকা (এক্স-শোরুম)। নয়া মডেলটির দাম আরও কিছুটা কম রাখা হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে পা রাখবে এই বাইক।