Tata বা Maruti নয়, জুলাইয়ে সবচেয়ে মানুষ কিনলেন Hyundai-এর এই এসইউভি

এসইউভি (SUV) গাড়ির বাজারে বেচাকেনা দিনদিন বেড়েই চলেছে। ইদানিং সিংহভাগ মানুষের পছন্দের মডেল হয়ে উঠেছে এই এসইউভি। বিক্রি বেশি থাকার কারণে উক্ত সেগমেন্টে মডেলগুলির মধ্যে…

Top-selling-SUVs

এসইউভি (SUV) গাড়ির বাজারে বেচাকেনা দিনদিন বেড়েই চলেছে। ইদানিং সিংহভাগ মানুষের পছন্দের মডেল হয়ে উঠেছে এই এসইউভি। বিক্রি বেশি থাকার কারণে উক্ত সেগমেন্টে মডেলগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। একনাগাড়ে শীর্ষস্থান ধরে রাখতে পারছে না কেউই। চলুন জুলাইয়ে ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত প্রথম দশটি এসইউভি গাড়ির তালিকা দেখে নেওয়া যাক। 

প্রকাশিত পরিসংখ্যান বলছে, ১৭,৩৫০ ইউনিট বেচাকেনা হওয়ার ফলে জুলাইয়ে দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছে Hyundai Creta SUV। এতদিন শীর্ষস্থান দখলকারী Tata Punch গেল মাসে মোট ১৬,১২১ জন ক্রেতার সন্ধান পেয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। তিন নম্বরে জায়গা পেয়েছে Maruti Brezza। এটি বিক্রি হয়েছে ১৪,৬৭৬ ইউনিট।

   

শীর্ষস্থান দখল করেছে Hyundai Creta SUV

চতুর্থ স্থানাধিকারী Tata Nexon। জুলাই, ২০২৪-এ এটি মোট ১৩,৯০২ জন ক্রেতার মুখ দেখেছে। পরবর্তী স্থানে নাম উঠিয়েছে Mahindra Scorpio। গত মাসে এই গাড়ি মোট ১২,২৩৭ জন ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। ষষ্ঠ স্থানের দখলদার Maruti Fronx। এটির মোট ১০,৯২৫টি মডেল বিক্রি করেছে মারুতি। 

বর্ষায় সুখবর শোনাল BSNL, ১০০ টাকা সস্তা হল এই রিচার্জ প্ল্যান

সাত নম্বরে বিরাজমান Mahindra XUV3XO। মোট ১০,০০০ জন নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে মডেলটি। এরপর রয়েছে Kia Sonet। এর বিক্রিবাটার সংখ্যা গিয়েছে ৯,৪৫৯ ইউনিট। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Maruti Suzuki Grand Vitara ও Hyundai Venue। এগুলি বিক্রি হয়েছে যথাক্রমে ৯,৩৯৭টি ও ৮,৮৪০টি।