ভারতে লঞ্চ হলো MG ZS EV, সাথে থাকছে দুর্দান্ত ফিচার

বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে ক্রমেই বৃদ্ধি পেয়েছে ব্যাটারি চালিত গাড়ি কিংবা স্কুটারের চাহিদা। প্রধানত সরকার থেকে শুরু করে গাড়ি নির্মাণকারী সংস্থা সকলেরই প্রথম…

বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে ক্রমেই বৃদ্ধি পেয়েছে ব্যাটারি চালিত গাড়ি কিংবা স্কুটারের চাহিদা। প্রধানত সরকার থেকে শুরু করে গাড়ি নির্মাণকারী সংস্থা সকলেরই প্রথম লক্ষ্য হলো আমাদের দেশকে দূষণমুক্ত করে তোলা। ঠিক সেই কারণে ধীরে ধীরে বাজারে বৃদ্ধি পাচ্ছে ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা।

আর সেইদিকে নজর দিয়ে ভারতের বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থা বাজারে নিয়ে আসছে একের পর এক ব্যাটারি চালিত গাড়ি। সম্প্রতি ঠিক সেরকমই একটি গাড়ি নিয়ে এলো MG Motors। গাড়িটির নাম রাখা হয়েছে MG ZS EV, যার দাম প্রায় ২৮ লক্ষ টাকার কাছাকাছি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত গাড়ি ঠিক চারটি রঙে ভারতীয় বাজারে পাওয়া যাবে তার মধ্যে একটি হলো ক্যান্ডি হোয়াইট অরোরা সিলভার গ্লেজ রেড এবং স্টাডি ব্ল্যাক।

গাড়ির মধ্যে থাকছে ক্রুজ কন্ট্রোল, স্পিড এলার্ট থ্রি সিক্সটি ডিগ্রি পার্কিং ক্যামেরা ট্রাকশন কন্ট্রোল জ্যাম অ্যাসিস্ট এর মত একাধিক সুবিধা। অন্যদিকে থাকছে হিল সাপোর্টের মতো অত্যাধুনিক ফিচার অর্থাৎ বাড়ির রাস্তা তো কোন ধরনের অসুবিধা হবে না আপনার গাড়ি চালাতে।

একই সাথে সংস্থা পক্ষ থেকে আরও জানানো হয়েছে গাড়ির মধ্যে থাকছে ৭ ইঞ্চির ফুল এইচডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ১০ ইঞ্চির টাচ স্ক্রিন ইমপোর্টেন্টমেন্ট সিস্টেম অত্যাধুনিক সানরুফ এবং নেভিগেশন সিস্টেম। সংস্কার পক্ষ থেকে আরো জানানো হয়েছে গাড়িতে ১৭৩ এইচপির মোটর ব্যবহার করা হয়েছে যা একবার চার্জ দিলে প্রায় ৫০০ কিলোমিটারের কাছাকাছি ছুটে যাবে।