Maruti Suzuki Wagoner: SUV- র ভিড়ে নিজের জায়গা ধরে রাখল মারুতি সুজুকি ওয়াগনার

বর্তমানে ভারতীয় গাড়ির বাজার ছেয়ে ফেলেছে বিভিন্ন নামিদামি দেশীয় এবং বিদেশি গাড়ি নির্মাণকারী সংস্থা। যারা প্রায় প্রতিদিন একের পর এক গাড়ি নিয়ে এসেছে সাধারণ মানুষের কথা ভেবে।

Maruti Suzuki Wagoner SUV in Black

বর্তমানে ভারতীয় গাড়ির বাজার ছেয়ে ফেলেছে বিভিন্ন নামিদামি দেশীয় এবং বিদেশি গাড়ি নির্মাণকারী সংস্থা। যারা প্রায় প্রতিদিন একের পর এক গাড়ি নিয়ে এসেছে সাধারণ মানুষের কথা ভেবে। বর্তমানে এক সমীক্ষা বলছে সাম্প্রতিক সময় ভারতে যে সমস্ত গাড়ি বেশি সাধারণ মানুষের পছন্দের তার বেশিরভাগটাই হলো এসইউভি। অর্থাৎ যে সমস্ত গাড়ি সাধারণভাবে বড় মাপের হয় এবং যাত্রা করে অন্যান্য ছোট গাড়ি তুলনায় অনেকটাই আরাম।

তবে এইসবের মাঝেও রয়েছে এমন একটি গাড়ি যা এসইউভি নির্মাতাদের অনেকের পেছনে ফেলে দিয়েছে। মারুতি সুজুকির নাম আমরা সকলেই জানি কারণ একটা সময় ভারতীয় গাড়ির বাজার দখল করেছিল এই সংস্থা। যদিও বর্তমানে অনেক নামি দামি সংস্থা ভারতে এসেছে তবে মারুতি তার জনপ্রিয়তা হারায়নি।

Advertisements

তবে ভারতীয় এই গাড়ি নির্মাণকারী সংস্থা এখনো তার বাজার ধরে রেখেছে একইভাবে আর তারই এক ঝলক উঠে এলো প্রকাশ্যে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে গত বছর ভারতে যে সমস্ত গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে বেশিরভাগটাই ছিল মারুতি সুজুকি ওয়াগনর। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে গত বছর তাদের এই গাড়ি প্রায় আড়াই লক্ষ মানুষের বাড়িতে পৌঁছে গিয়েছে শুধু তাই নয় এখনো পর্যন্ত ঠিক একইভাবে এই গাড়ির জনপ্রিয়তা রয়েছে। ১৯৯৯ সালে প্রথমবারের জন্য ভারতীয় বাজারে এসেছিল মারুতি সুজুকি ওয়াগনার তারপর থেকে আজ পর্যন্ত ঠিক একই ভাবে ভারতীয় মানুষের মনের কাছে জায়গা করে রেখেছে এই গাড়ি।