Reliance Development League: মাকে জয় উৎসর্গ করলেন রোসল, কোচের প্রশংসায় পঞ্চমুখ কুশ

দলের হয়ে জোড়া গোল করেন কুশ ছেত্রী (Kush Chhetry )। আজকের এই জয়ের ফলে রিলায়েন্স র্কতৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগের (Reliance Development League) ইস্ট জোনের একেবারে শীর্ষে উঠে গেল লাল-হলুদ। যা নিয়ে খুশি দলের কোচ, সদস্য ও খেলোয়াড়দের পাশাপাশি আপামর সমর্থকরা।

M Roshal and Kush Chhetry of East Bengal Football Team

এবার বছর চারেক পর কলকাতা ডার্বিতে বড়সড় সাফল্য পেল ইস্টবেঙ্গল। চলতি মরশুমে সিনিয়রদের দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও নিজেদের ছন্দ বজায় রেখে সবুজ-মেরুন বধ করল লাল-হলুদের ছোটরা। আজ নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে এটিকে মোহনবাগান কে পরাজিত করল মশাল ব্রিগেড। দলের হয়ে জোড়া গোল করেন কুশ ছেত্রী (Kush Chhetry )। আজকের এই জয়ের ফলে রিলায়েন্স র্কতৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগের (Reliance Development League) ইস্ট জোনের একেবারে শীর্ষে উঠে গেল লাল-হলুদ। যা নিয়ে খুশি দলের কোচ, সদস্য ও খেলোয়াড়দের পাশাপাশি আপামর সমর্থকরা।

বলাবাহুল্য, রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের এই দ্বিতীয় বছরে একাধিকবার একে অপরের মুখোমুখি হয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তবে প্রত্যেকবার পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলের ফুটবলারদের। কখনো গোলশূন্য তো কখনো এক-এক গোল। তবে আজ পূর্ন শক্তি নিয়ে ডার্বি জেতার উদ্দেশ্যে মাঠে নেমেছিল কলকাতার দুই প্রধান। তবে শেষ হাসি হাসল ইমামি ইস্টবেঙ্গল শিবির। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় বাগান রক্ষন ভেঙে বল জালে জড়িয়ে দেন লাল-হলুদের কুশ ছেত্রী।

যারফলে ১-০ গোলে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়ে থাকে মশাল বাহিনী। তারপর দ্বিতীয়ার্ধ থেকে বাগান ফুটবলাররা আক্রমণে জোর দিলে সেই সুযোগে পাল্টা আক্রমণ শুরু করে ইস্টবেঙ্গল। সেখান থেকেই আসে সাফল্য। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে জয় নিশ্চিত করে মশাল বাহিনী। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন লাল-হলুদ ফুটবলাররা।

আজকের এই ম্যচ জেতার পর জোড়া গোলদাতা কুশ ছেত্রী বলেন, বহুদিন ধরেই আমরা কোনো ডার্বি জিততে পারিনি। তবে আজ সাফল্য এসেছে। এবারের এই টুর্নামেন্টে শুরু থেকেই দল যথেষ্ট ভালো খেলছে। প্রত্যেকেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। গত কয়েক ম্যাচে একাধিকবার গোলের সুযোগ পেয়েছি। তবে সবসময় তা কাজে লাগাতে পারিনি। কিন্তু কোচ আমার উপর ভরসা রেখেছিলেন, বলেছিলেন সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে। গোল নিশ্চয় আসবে। আজ সেই সুযোগ কাজে লাগাতে পেরে আমি খুশি।

পাশাপাশি এই রোদের মধ্যে ও গ্যালারিতে এসে দলকে সমর্থন করা ও পাশে থাকার জন্য সমর্থকদের ও ধন্যবাদ জানান এই তারকা। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন আজকের ম্যাচের নায়ক রোসল। তিনি বলেন, বহুদিন পর আমরা ডার্বিতে জয় পেয়েছি। আমাদের সকলেই যথেষ্ট ভালো খেলেছে। সেইজন্যই আজ মোহনবাগান কে আটকানো সম্ভব হয়েছে। আজকের এই জয়ী আমি আমার মাকে উৎসর্গ করছি। তার সহযোগিতা ছাড়া আমার এতদূর এগিয়ে আসা কখনোই সম্ভব হত না। এবার টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের জন্য মুম্বাই উড়ে যাবে ইমামি ইস্টবেঙ্গল।