লক্ষ লক্ষ অনুরাগীর অপেক্ষার উপযুক্ত দাম দিল মাহিন্দ্রা (Mahindra)। ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে বাজারে আসছে সংস্থার বহু প্রতীক্ষিত অফ-রোড গাড়ি মাহিন্দ্রা থার রক্স (Mahindra Thar Roxx)। ইতিমধ্যেই পাঁচ দরজা ভার্সনের গাড়িটি ক্রেতাদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামনের সপ্তাহে লঞ্চ। ঠিক তার আগে থার রক্স-এর সম্মুখভাগের ছবি প্রকাশ করল মাহিন্দ্রা। যা দেখে ক্রেতাদের রাতের ঘুম ওড়ার জোগাড়। গাড়িটির সম্পর্কে নানান খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Mahindra Thar Roxx : ডিজাইনে পরিবর্তন
৫-ডোর ভার্সনের মাহিন্দ্রা থার রক্স-এর সামনের অংশে বেশ কিছু বদল ঘটিয়েছে মাহিন্দ্রা। পাশাপাশি ইন্টেরিয়রেও নতুন বৈশিষ্ট্যের দেখা মিলবে। এতে রয়েছে ৬-স্লট গ্রিল, আগেকার বাম্পার। কিন্তু বাম্পারে পূর্বের মত কালো রঙ করা হয়নি। এলইডি ডিআরএল-এও পরিবর্তন ঘটানো হয়েছে। এখন আর এটি হেডলাইটের সঙ্গে যুক্ত নয়। এছাড়া নতুন প্রোজেক্টর সার্কুলার এলইডি হেডল্যাম্পের দেখা মিলেছে।
অন্যদিকে নতুন ডায়মন্ড-কাট অ্যালয় হুইল সহ আসবে থার রক্স। লোয়ার ভ্যারিয়েন্টে যোগ করা হয়েছে স্টিল হুইল ও হুইল কভার। পেছনের দরজার সি-পিলারে ডোর-হ্যান্ডেলটি অবস্থিত। আবার টেলল্যাম্পের নকশাতেও নতুনত্বের দেখা পাওয়া যাবে।
Mahindra Thar Roxx : ফিচার্স
মাহিন্দ্রা থার রক্স-এ দেওয়া হয়েছে চালকের সুবিধার জন্য একটি বৃহত্তর টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, যা XUV 3XO-তে উপস্থিত। এটি অ্যানড্রয়েড অটো ও অ্যাপেল-কারপ্লে সমর্থন করবে। এছাড়া অফার করা হয়েছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক সানরুফ, লেদারেট আপহোলস্টেরি, হিল-হোল্ড কন্ট্রোল এবং আটো এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম। অনুমান করা হচ্ছে যে, এই গাড়িটি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS) সহ আসবে।
কার্ভ লঞ্চ করেই টাটার চমক, ইলেকট্রিক গাড়িতে ২ লক্ষ টাকা ছাড়ের ঘোষণা সংস্থার
Mahindra Thar Roxx : ইঞ্জিন
Scorpio N, Thar এবং XUV700-তে ব্যবহৃত ইঞ্জিনের সাথেই আসছে মাহিন্দ্রা থার রক্স। সুতরাং, একটি ২.২-লিটার ডিজেল ইঞ্জিন এবং একটি ২.০-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে। একটি.৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং একটি ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন অফার করা হবে।