লঞ্চের আগেই ডিজাইন প্রকাশ, Mahindra Thar Roxx দেখলে নজর আটকে যাবে

Mahindra Thar Roxx

লক্ষ লক্ষ অনুরাগীর অপেক্ষার উপযুক্ত দাম দিল মাহিন্দ্রা (Mahindra)। ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে বাজারে আসছে সংস্থার বহু প্রতীক্ষিত অফ-রোড গাড়ি মাহিন্দ্রা থার রক্স (Mahindra Thar Roxx)। ইতিমধ্যেই পাঁচ দরজা ভার্সনের গাড়িটি ক্রেতাদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামনের সপ্তাহে লঞ্চ। ঠিক তার আগে থার রক্স-এর সম্মুখভাগের ছবি প্রকাশ করল মাহিন্দ্রা। যা দেখে ক্রেতাদের রাতের ঘুম ওড়ার জোগাড়। গাড়িটির সম্পর্কে নানান খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Advertisements

Mahindra Thar Roxx : ডিজাইনে পরিবর্তন

৫-ডোর ভার্সনের মাহিন্দ্রা থার রক্স-এর সামনের অংশে বেশ কিছু বদল ঘটিয়েছে মাহিন্দ্রা। পাশাপাশি ইন্টেরিয়রেও নতুন বৈশিষ্ট্যের দেখা মিলবে। এতে রয়েছে ৬-স্লট গ্রিল, আগেকার বাম্পার। কিন্তু বাম্পারে পূর্বের মত কালো রঙ করা হয়নি। এলইডি ডিআরএল-এও পরিবর্তন ঘটানো হয়েছে। এখন আর এটি হেডলাইটের সঙ্গে যুক্ত নয়। এছাড়া নতুন প্রোজেক্টর সার্কুলার এলইডি হেডল্যাম্পের দেখা মিলেছে। 

অন্যদিকে নতুন ডায়মন্ড-কাট অ্যালয় হুইল সহ আসবে থার রক্স। লোয়ার ভ্যারিয়েন্টে যোগ করা হয়েছে স্টিল হুইল ও হুইল কভার। পেছনের দরজার সি-পিলারে ডোর-হ্যান্ডেলটি অবস্থিত। আবার টেলল্যাম্পের নকশাতেও নতুনত্বের দেখা পাওয়া যাবে।

Mahindra Thar Roxx : ফিচার্স

Advertisements

মাহিন্দ্রা থার রক্স-এ দেওয়া হয়েছে চালকের সুবিধার জন্য একটি বৃহত্তর টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, যা XUV 3XO-তে উপস্থিত। এটি অ্যানড্রয়েড অটো ও অ্যাপেল-কারপ্লে সমর্থন করবে। এছাড়া অফার করা হয়েছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক সানরুফ, লেদারেট আপহোলস্টেরি, হিল-হোল্ড কন্ট্রোল এবং আটো এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম। অনুমান করা হচ্ছে যে, এই গাড়িটি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS) সহ আসবে।

কার্ভ লঞ্চ করেই টাটার চমক, ইলেকট্রিক গাড়িতে ২ লক্ষ টাকা ছাড়ের ঘোষণা সংস্থার

Mahindra Thar Roxx : ইঞ্জিন

Scorpio N, Thar এবং XUV700-তে ব্যবহৃত ইঞ্জিনের সাথেই আসছে মাহিন্দ্রা থার রক্স। সুতরাং, একটি ২.২-লিটার ডিজেল ইঞ্জিন এবং একটি ২.০-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে। একটি.৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং একটি ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন অফার করা হবে।