পশ্চিমবঙ্গে ঢুকছিল ৯৩ লক্ষ টাকার সোনা, সীমান্তের কাছে অভিযান

সোনার টুকরো ছেলে! বছর কুড়ির বাংলাদেশি যুবক কমিশনের বিনিময়ে সোনা পাচার (Gold Smuggling) করছিল। আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে তাকে ধরে ফেলে বাংলাদেশ বর্ডার গার্ড (BGB)।…

সোনার টুকরো ছেলে! বছর কুড়ির বাংলাদেশি যুবক কমিশনের বিনিময়ে সোনা পাচার (Gold Smuggling) করছিল। আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে তাকে ধরে ফেলে বাংলাদেশ বর্ডার গার্ড (BGB)। ওই যুহকের দেহ তল্লাশি করতেই চমক। বিশেষ কায়দায়  যুবকের জুতোর মধ্যে রাখা ছিল সোনার কয়েকটি বার। যার আনুমানিক বাজারমূল্য ৯৩ লক্ষ টাকা।

বাংলাদেশের দিক থেকে পশ্চিমবঙ্গের দিকে সোনা পাচারকারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে প্রতিবেশি দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। খুলনা বিভাগের লাগোয়া ভারত সীমান্তের জেলাগুলিতে বিপুল টাকার সোনা পাচার করা হয়। সম্প্রতি বারবার বিপুল অঙ্কের সোনা উদ্ধার করা হয়েছে।

বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ন গোপনে  জানতে পারে, দর্শনা থানার অন্তর্গত বারাদী সীমান্ত দিয়ে সোনার চোরাচালান করা হবে ভারতে। ভারত লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত থেকে কিছু দূরে বাংলাদেশের মধ্যে একটি অটোরিক্সা থেকে এক যুবককে ধরা হয়। ধৃত যুবকের দেহ তল্লাশি করে তার জুতোর ভিতর দুটি  প্যাকেট থেকে দশটি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে বাজেয়াপ্ত করা সোনার আনুমানিক বর্তমান বাজারমূল্য তিরানব্বই লক্ষ টাকার বেশি। ধৃত সোনা পাচারকারীর নাম মহম্মদ রিমন হোসেন। সে দর্শনার নাস্তিপুর গ্রামের বাসিন্দা। ধৃত বাংলাদেশি সোনা পাচারকারীর সাথে ভারতের দিকে কোন চক্রের যোগ তা জানার চেষ্টা চলছে।