ফের সক্রিয় হয়ে উঠল মেক্সিকোর (Mexico) সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি পোপোকাটেপেটেল (Popocatepetl volcano)। আবার লাভা উদগীরণ শুরু হয়েছে আগ্নেয়গিরি পোপোকাটেপেটেল থেকে।
আগ্নেয়গিরি পোপোকাটেপেটেল থেকে উদগীরণ শুরু হওয়ার ফলে বিশাল এলাকা জুড়ে ছাই বৃষ্টি হচ্ছে। যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি কয়েক হাজার সেনা সদস্য। প্রয়োজনে তারা উদ্ধারকাজ করতে প্রস্তুত।
লাভা উদগীরণের ফলে মেক্সিকো সিটির বিমান চলাচল বিঘ্নিত। আগ্নেয়গিরি পোপোকাটেপেটেল মেক্সিকো সিটি থেকে ৭০ কিমি দূরে। পাহাড়ের ৬০ মাইলের মধ্যে প্রাই ২৫ মিলিয়ন মানুষ বাস করেন।
১৯৯৪ সাল থেকেই জেগে ওঠে আগ্নেয়গিরি পোপোকাটেপেটেল। স্থানীয়রা ‘পোপো’ বলে ডাকে। আগ্নেয়গিরি পোপোকাটেপেটেলের সমস্ত ক্রিয়াকলাপ নজর রাখে মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি (ইউএনএআম)। ২০০০ থেকে ২০০৩ এর মধ্যে এই আগ্নেয়গিরি প্রচণ্ড জাগ্রত হয়ে ওঠে। এমন অবস্থা হয় যে ২০০০ সালে সমস্ত এলাকা খালি করে দিতে হয়।
সেই স্মৃতি আবার ফিরে এসেছে। ফের শুরু হয়েছে ছাই, গ্যাস, লাভার উদগীরণ। প্রশাসন এই মুহূর্তে হলুদ সতর্কতা জারি করেছে। লাল সতর্কতা জারি না করলেও প্রশাসন সতর্ক রয়েছে এবং পুরো নজরে রাখছে।