Weather Update: দক্ষিণবঙ্গে ঠাণ্ডা ঝড়ো হাওয়া-বৃষ্টি, কমল গরমের জ্বালা

Weather Update: বেলা গড়াতেই পূর্বাভাস মিলিয়ে ফের ঝড়ো হওয়া। ঝড়ের টানে এলো বৃষ্টি। আবহাওয়া বিভাগ ঝড় বৃষ্টির সতর্কতা আছে একাধিক জেলায়। বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎসহ ভারি…

Weather Update: বেলা গড়াতেই পূর্বাভাস মিলিয়ে ফের ঝড়ো হওয়া। ঝড়ের টানে এলো বৃষ্টি। আবহাওয়া বিভাগ ঝড় বৃষ্টির সতর্কতা আছে একাধিক জেলায়। বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎসহ ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হওয়া অফিস।

কলকাতাসহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম জেলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে বৃষ্টির সতর্কতা। বলা হয়েছে সাথে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

চলতি বছর বৈশাখ মাসে কালবৈশাখীর দেখা সেই অর্থে মেলেনি। কিন্তু জৈষ্ঠ মাসের শুরু থেকেই বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরু থেকেই দমকা হাওয়াসহ বৃষ্টি হবে সেটা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।আগাম সতর্কতা মতোই রাজ্যে নামে বৃষ্টি। মঙ্গলবারের বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে পূর্ব বর্ধমান। শহর বর্ধমান পুরোপুরি ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।