Cricket News: আগামী সপ্তাহে লর্ডসে শুরু হতে চলেছে ইংল্যান্ড আয়ারল্যান্ডের একটি টেস্টের সিরিজ। তার জন্য ইংল্যান্ড দলে নিয়েছে ওরচেস্টারশায়ার পেসার জোশ টাং-কে। পেসার জেমস অ্যান্ডারসন এবং অলি রবিনসনের চোট থাকায় বিকল্প হিসেবে দলে রাখা হল এই ২৫ বছর বয়সী যুবককে। টাং এর আগে আন্তর্জাতিক ম্যাচ কোনোদিন খেলেননি।
তবে রবিনসন বা অ্যান্ডার্সন, দুজনেই দলে থাকবেন। কিন্তু আসন্ন অ্যাশেজের আগে কোনোরকম ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড। এছারা স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, ম্যাথু পটস এবং মার্ক উড দলে থাকছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে এই একমাত্র একটি টেস্টে পয়লা জুন থেকে শুরু হতে চলেছে।
জোফরা আর্চার চোটের কারণে পুরো সময়ের জন্য বাদ পড়েছেন। অলি স্টোনও বর্তমানে দলের বাইরে থাকবেন। অর্থাৎ আগামী মাসের পাঁচ টেস্টের অ্যাশেজে টাং থাকলে অভাক হওয়ার কিছু নেই। ইংল্যান্ডের দ্বিতীয় সারির লায়ন্স দলের হয়ে খেলেছেন টাং। প্রথম-শ্রেণীর ক্রিকেটে বল হাতে তাঁর গড় মাত্র ২৬।
ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেছেন, “আমরা বেশ কিছুদিন ধরে যশকে পর্যবেক্ষণ করছি। এবং আমার মনে হয়, তিনি এই সুযোগের যোগ্য।” “(অধিনায়ক) বেন (স্টোকস) এবং (কোচ) ব্রেন্ডনের (ম্যাককালাম) অধীনে পরিবেশ বোঝা এবং সেটির সাথে অভ্যস্ত হওয়া তাঁর জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে।”
আয়ারল্যান্ডের কনর ওলফার্টের চোটের কারণে তাদের এক পেসার ম্যাথিউ ফস্টার দলে ডাক পান। তিনিও আগে আন্তর্জাতিক খেলেননি কখনও।