অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যু ঘিরে পুলিশ রিপোর্টে চাঞ্চল্য

 ২২ মে প্রয়াত হন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের। মুম্বায়ের ফ্ল্যাটের শৌচাগার থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। হাস্পাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা…

 ২২ মে প্রয়াত হন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের। মুম্বায়ের ফ্ল্যাটের শৌচাগার থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। হাস্পাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে মাত্রাতিরিক্ত মাদকসেবনের ফলে মৃত্যু বলে মনে করা হলেও, তদন্তকারীরা তা মানতে নারাজ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া এখনও বাকি।

মুম্বই পুলিশ দাবি করেছে আদিত্য সিংহ রাজপুতের মৃত্যু মাথায় গুরুতর চোটের কারণে হতে পারে। তদন্তকারীরা দাবি করছেন যে শৌচাগারে পা পিছলে পড়ে যাওয়ার ফলে মৃত্যু হতে পারে আদিত্যর।

এছাড়াও তদন্তকারীরা বলেছেন যে আদিত্যর দেহে দু’টো গুরুতর ক্ষতচিহ্ণ ছিল, একটি কানের উপরের দিকে, অপরটি মাথায়। এই দুই চোটের কারণে মৃত্যু হতে পারে।

তদন্তকারীদের আরও দাবি যে আদিত্যের পরিচারক জানিয়েছেন, কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আদিত্য। ছিল সর্দি, কাশির মত সমস্যা। এছাড়াও তিনি একাধিক বার বমিও করেছিলেন।

তাঁর অকাল প্রয়াণে শোকার ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।