IPL 2023: ডট বলে রান নেই, আছে পাঁচশো গাছ- সিএসকে-জিটি ম্যাচের নয়া অঙ্গীকার

আইপিএল (IPL 2023) প্লে অফের কোয়ালিফায়ারে স্কোরবোর্ডে ছোট ছোট সবুজ গাছ দেখা যায়। সারা আইপিএল জুড়ে এমন স্কোরবোর্ড আগে দেখা যায়নি দেখে হইচই পড়ে যায়…

CSK-GT Match in IPL 2023

আইপিএল (IPL 2023) প্লে অফের কোয়ালিফায়ারে স্কোরবোর্ডে ছোট ছোট সবুজ গাছ দেখা যায়। সারা আইপিএল জুড়ে এমন স্কোরবোর্ড আগে দেখা যায়নি দেখে হইচই পড়ে যায় ক্রিকেট মহলে।

যতবার কোনো বোলার ডট বল দিচ্ছে, ততবার ডটের জায়গায় একটি ছোট সবুজ গাছ। সাইমন ড্যুল অবশ্য পরে জানান যে এটি বিসিসিআইয়ের পরিবেশ সচেতনতার একটি নতুন পদক্ষেপ। জানানো হয় যে প্রতিটি ডট বলে পাঁচশোটি করে গাচ লাগাবার অঙ্গীকার নিয়েছে বিসিসিআই। এবং এটি পুরো প্লে অফ পর্ব জুড়েই চলবে বলে জানা যাচ্ছে।

তবে এমন পদক্ষেপ আইপিএলে নতুন নয়। এর আগেও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বারবার এমন পদক্ষেপ নিয়েছে। “গো গ্রিন” সেটির নাম। পরিবেশ সচনতা বৃদ্ধির জন্য তারাও এমন করে থাকছেন বেশ কিছু বছর ধরে। গ্রুপ ম্যাচে একটি দিন তাঁরা বেছে নেন যেদিন ক্রিকেটাররা সবুজ জার্সি পড়ে আসেন। এবং টসের সময় বিপক্ষ অধিনায়কের সাথে চারা গাছ আদান প্রদান করেন।

এর আগে গুজরাট টাইটানস ল্যাভেন্ডার রঙের জার্সি পড়ে খেলেছিল। তাঁদের উদ্দেশে ছিল ক্যান্সারের সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা। যদিও গুজরাট প্রথম নয় এই ব্যাপারে। ২০১৫ সালে দিল্লি ক্যাপিটালস (তখন দিল্লি ডেয়ারডেভিলস) একইরকম সচেতনতামূলক কাজ করেছিল। নেতৃত্ব দিয়েছিলেন যুবরাজ সিংহ, যিনি নিজে তখন সদ্য ক্যান্সার জিতে ফিরেছিলেন।