East Bengal SC: কুয়াদ্রাতের সহকারির নাম ঘোষণা হতেই ‘বিস্ফোরক’ টুইট দেলগাডোর

কিছুদিন আগেই কার্লোস কুয়াদ্রাতের দেশীয় সহকারি কোচ হিসেবে বিনো জর্জের নাম ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল (East Bengal SC)। সেই অনুসারে পরবর্তী তিন মরশুমে ইস্টবেঙ্গলে থাকবেন তিনি।…

Dimas Delgador Kuadrat

কিছুদিন আগেই কার্লোস কুয়াদ্রাতের দেশীয় সহকারি কোচ হিসেবে বিনো জর্জের নাম ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল (East Bengal SC)। সেই অনুসারে পরবর্তী তিন মরশুমে ইস্টবেঙ্গলে থাকবেন তিনি। কিন্তু কে হবেন বিদেশি সহকারী? এই নিয়ে বিতর্ক দাঁনা বেধেছিল বিগত কয়েকদিন ধরেই। এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের বিদেশি সহকারী কোচের নাম ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল। আগামী মরশুমের জন্য স্প্যানিশ তারকা দিমাস দেলগাডোকে কার্লোস কুয়াদ্রাতের সহকারী করে আনছে লাল-হলুদ ব্রিগেড।।

ঘন্টাকয়েক আগে নিজেদের ফেসবুক পেজ থেকে দেলগাডোর নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। সেখানে আপলোড করা একটি রিল ভিডিওতে দেখা যায় স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত নিজেই বল হাতে দিয়ে পরিচয় করিয়ে দিচ্ছেন দেলগাডোর সঙ্গে। যা দেখে খুশি আপামর লাল-হলুদ জনতা। উল্লেখ্য, কুয়াদ্রাত বেঙ্গালুরু এফসির কোচ থাকার সময় দলের সঙ্গে ছিলেন দেলগাডো।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তবে এবার কোচ হিসেবে আসছেন তিনি। কোচিং করানোর ক্ষেত্রে তিনি একেবারেই নতুন হলেও খেলোয়াড় হিসেবে যথেষ্ট অভিজ্ঞ থেকেছেন এই স্প্যানিশ তারকা। এশিয়া থেকে শুরু করে ইউরোপের প্রথম ডিভিশনে ও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

কাতালোনিয়ার ক্লাবের হয়ে প্রফেশনাল ফুটবলার হিসেবে শুরু করলেও পরবর্তীতে বার্সেলোনায় চলে যান দেলগাডো। সেখানে গিয়ে যুব দলের হয়ে খেলেন দুইটি মরশুম। তারপর নুমানসিয়ার। সেখানে দীর্ঘ বেশকিছু বছর থাকার পর চলে আসেন কার্তানায়। শেষ মরশুম সিডনি তে থাকলেও এবার ভারতে ফেরার পালা এই তারকার।