বিফল অশ্বিন ‘ম্যাজিক’! ৩০০ রানের লিড টপকে চাপ বাড়াচ্ছে নিউজিল্যান্ড

বল হাতে এর আগে অসংখ্য হারতে থাকা ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছেন তিনি। উপমহাদেশীয় উইকেটে তাঁর এবং জাদেজার স্পিন ঘূর্ণির সামনে অসহায় দেখাত প্রতিপক্ষ ব্যাটারদের।…

বল হাতে এর আগে অসংখ্য হারতে থাকা ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছেন তিনি। উপমহাদেশীয় উইকেটে তাঁর এবং জাদেজার স্পিন ঘূর্ণির সামনে অসহায় দেখাত প্রতিপক্ষ ব্যাটারদের। তবে চলতি ভারত-নিউজিল্যাণ্ড দ্বিতীয় টেস্টে বোধহয় কিছুটা হলেও অমলিন হয়ে পড়েছে রবিচন্দ্রন অশ্বিনের স্পিন ম্যাজিক। পুনেতে প্রথম ইনিংসে যেভাবে কিউয়ি ব্যাটারদের তালুবন্দি করেছিলেন সুন্দর এবং অশ্বিন; দ্বিতীয় ইনিংসে তেমনটা ঘটলনা একেবারেই। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে (IND vs NZ 2nd Test Day 2 Report) দুই তামিল স্পিনারকে সামলে ৩০০ রানের লিড টপকালেন কিউয়ি ব্যাটাররা।

তবে পুরো দোষটি একা অশ্বিনের বা ভারতীয় বোলারদের দেওয়া যাবে না। দ্বিতীয় দিনের শুরুতে রোহিত-বিরাটদের ব্যর্থতায় ভারতীয় দলের প্রথম ইনিংস মাত্র ১৫৬ রানে থেমে যায়। যাঁর ফলে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১০৩ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়ে ফের ব্যাট করতে নামে। তবে শেষমেশ দ্বিতীয় দিনের খেলা শেষে কিউই দল ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করেছে এবং তাঁদের লিড এখন ৩০১ রানে পৌঁছেছে। দ্বিতীয় দিনের শেষে তাঁদের হয়ে টম ব্লান্ডেল ৩০ রান ও গ্লেন ফিলিপস ৯ রানে অপরাজিত রয়েছেন।

   

গতকাল ভারতের ব্যাটিং মন্দা অব্যাহত রেখে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় ১৬ রানে এক উইকেট থেকে। শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল মিলে ধীর গতিতে শুরু করলেও, দুজনেই ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি দুর্ভাগ্যজনকভাবে মাত্র ১ রান করেই মিচেল স্যান্টনারের বলে বোল্ড হন, যা তার সাম্প্রতিক ফর্মের আরও অবনতি ঘটায়। একমাত্র জাদেজা করেন ৩৮ রান এবং শেষের দিকে ওয়াশিংটন সুন্দর অপরাজিত ১৮ রান করেন। তবে এত কিছুর পরও ভারতীয় দল ১৫৬ রানে অলআউট হয়ে যায়।

নিলামের আগেই ‘গেঞ্জি অবতারে’ সমাজমাধ্যমে ভাইরাল হলেন ধোনি

ভারতের বোলিংয়ের মতোই নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনারও ভয়ঙ্কর স্পেল করেন। বিরাট কোহলি ও সরফরাজ খান সহ মোট ৭ ভারতীয় ব্যাটসম্যানকে আউট করেন তিনি। বিশেষ করে বিরাট কোহলির মত বিশ্বমানের ব্যাটারকে একটি ফুলটস ডেলিভারিতে ক্লিন বোল্ড করে দেন,যা নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রসংশিত হয়েছেন তিনি।

প্রত্যাবর্তনের পরেই নিলামে এই তারকার ওপর টাকার বৃষ্টি ঘটাতে চলেছে চেন্নাই

প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় ইনিংসেও নিজের আক্রমণ অব্যাহত রাখেন। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের ৫ উইকেটের মধ্যে ৪টিই সুন্দর নিয়েছেন এবং এখন পর্যন্ত ম্যাচে ১১ উইকেট তুলে নিয়েছেন। তৃতীয় দিনে আর একটি উইকেট নিতে পারলে তিনি রবিচন্দ্রন অশ্বিনের পরে দ্বিতীয় ভারতীয় বোলার হবেন, যিনি টেস্টের দুই ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন।

এই মুহূর্তে নিউজিল্যান্ডের দৃঢ় লিডের কারণে তৃতীয় দিন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন সুন্দর ও দলের অন্য খেলোয়াড়দের কাছ থেকে আরও বলিষ্ঠ পারফর্মেন্স আশা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা (IND vs NZ 2nd Test Day 2 Report)। নাহলে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির আগেই সিরিজ হেরে বড় ধাক্কা খেয়ে চাপে পড়ে যাবেন গৌতম গম্ভীর -রোহিত শর্মারা।