২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্তানের (Afghanistan) ক্ষমতা দখলের পরই (Taliban) তালিবান প্রশাসন সাধারণ মানুষ, বিশেষ করে আফগান মহিলাদের উপরে একের পর এক কঠোর নিয়ম জারি করেছে। উচ্চশিক্ষা, চাকরি, পুরুষসঙ্গী ছাড়া বাড়ি থেকে একা বেরোনোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার ধর্মীয় উদযাপনের অধিকারও কেড়ে নিল তালিবান।
তালিবান শাসিত আফগান প্রশাসনের জারি করা ফতোয়ায় জানানো হয়েছিল, আফগানিস্তানের উত্তর-পূর্বের তখর প্রদেশ ও উত্তরের বাঘলান প্রদেশে মহিলাদের ইদের উদযাপনে অংশ নিতে বারণ করা হয়েছে।
শুক্রবার আফগানিস্তানে পালিত হয় ইদ-উল-ফিতর। ওই দিন মহিলাদের দিনের বেলায় বাড়ি থেকে বেরোনোর ওপর ছিল নিষেধাজ্ঞা। ফলস্বরূপ, উদযাপন তো দূর, ইদের প্রার্থনাতেও অংশ নিতে পারেননি ওই দুই আফগান প্রদেশের মহিলারা।
তালিবানের (Taliban) জারি করা নির্দেশিকায় এও বলা হয় যে, ইদের প্রার্থনার সময় সমস্ত নাগরিকদের তালিবানের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নাম বাধ্যতামূলকভাবে উল্লেখ করতেই হবে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে তালিবান সরকার মহিলাদের জন্য নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, হেরাট প্রদেশে মহিলা ও পরিবারের বাগান সহ রেস্তোরাঁ বা সবুজ উদ্যানে প্রবেশ করতে পারবেন না।
প্রশাসনের তরফে এই নির্দেশের কারণ ব্যাখ্যা করে জানানো হয়, মহিলারা সঠিকভাবে হিজাব পরছেন না। পাশাপাশি বিভিন্ন ধর্মগুরু থেকে শুরু করে সাধারণ মানুষ রেস্তোরাঁর মতো জায়গায় পুরুষ ও মহিলার খোলামেলা মেলামেশা নিয়ে আপত্তি তুলেছিলেন।
উল্লেখ্য, তালিবানের ক্ষমতা দখলের পর থেকে নারীদের ষষ্ঠ শ্রেণির পর স্কুলে ঢুকতে দিতে বারণ করা হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। ।