BJP’s Rabindra Jayanti : বিজেপির রবীন্দ্রজয়ন্তী উদযাপনে শাহ-ঋতুপর্ণা

ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। ২৫ বৈশাখ কলকাতায় বিজেপির রবীন্দ্রজয়ন্তী (BJP’s Rabindra Jayanti ) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

Actress Rituparna Sengupta and Union Home Minister Amit Shah at BJP's Rabindra Jayanti Celebrations

ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। ২৫ বৈশাখ কলকাতায় বিজেপির রবীন্দ্রজয়ন্তী (BJP’s Rabindra Jayanti ) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্তর (Actress Rituparna Sengupta) উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছে।

জানা গেছে, ২৫ বৈশাখের আয়োজক খোলা হাওয়া। এই সংগঠন তৈরি করেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। এই সংগঠনই আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে প্রধান বক্তা হিসাবে এসেছিলেন ‘কাশ্মীর ফাইল্‌স’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী, ছিলেন অনুপম খের। বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল।

সূত্রের খবর, আগামী ৮ মে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুর্শিদাবাদের সংগঠন নিয়ে আলাদা করে বৈঠক করবেন তিনি। এরপর ৯ তারিখ জোড়াসাঁকো ঠাকুবাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর। একাধিক সাংগঠনিক বৈঠকের পর সন্ধ্যায় শাহ যোগ দেবেন বিজেপির সাংস্কৃতিক অনুষ্ঠানে।

আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ আসনে লক্ষ্য নিয়ে ময়দানে নামছে বিজেপি। রাজনৈতিক মহলের ধারণা, যে সমস্ত জায়গায় বিজেপির ভোট শতাংশ কম, সেখানে গিয়ে বিজেপির মাটি উর্বর করবেন শাহ। গত ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের জন্যও শাহের বাংলায় আসার কথা ছিল। শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি। রবীন্দ্র জয়ন্তী মিস করতে চান না শাহ।