Tet Scam: টেট অনশন ধর্নায় গিয়ে ‘চাকরির টোপ’ দিলেন বিজেপি রাজ্য সভাপতি

করুণাময়ী চত্বর অবরুদ্ধ করে ধর্না জারি রেখেছেন ২০১৪ টেট পাশ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। গত তিনদিনে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন। বৃহস্পতিবার ধর্নামঞ্চে গিয়ে…

Sukanta Mazumder, BJP President of West Bengal

করুণাময়ী চত্বর অবরুদ্ধ করে ধর্না জারি রেখেছেন ২০১৪ টেট পাশ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। গত তিনদিনে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন। বৃহস্পতিবার ধর্নামঞ্চে গিয়ে রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) অনশন তুলে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন জানান। তিনি বলেন এই সরকার না দিলে আমাদের সরকার চাকরি দেবে। (Tet Scam)

অভিযোগ টেট চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে চাকরির টোপ দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বিতর্কে জড়ালেন।

চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করে সুকান্ত মজুমদার বলেন, চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে পর্ষদের সঙ্গে কথা বলতে রাজি রয়েছেন তিনি। তাঁর বক্তব্য, চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে। এই সরকার না দিলে আগামী দিনে বিজেপির সরকার চাকরি দেবে। 

বিজেপির সভাপতি বলেন, সরকার যে তথ্য দিয়েছে, তাতে লক্ষাধিক শূন্যপদ রয়েছে। তাই ২০১৪ ও ২০১৭-র চাকরি প্রার্থীদের চাকরি হওয়া উচিত বলে মনে করেন তিনি। 

চাকরি প্রার্থীদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ২০ হাজার নিয়োগের কথা ছিল। কিন্তু সাড়ে ১৬ হাজার নিয়োগের পরে আর নিয়োগ হয়নি। এখনও ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পদ খালি পড়ে রয়েছে। সেই পদে নিয়োগ করুক সরকার। এমনটাই চান চাকরি প্রার্থীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, ২০১৪ এবং ২০১৭ কে একসঙ্গে জুড়ে দিয়ে নিয়োগ নিয়ে সমস্যা তৈরি করছেন নয়া পর্ষদ সভাপতি গৌতম পাল। তাই সেই ফাঁসে পা দিতে চাইছেন না তাঁরা।