UP Poll: নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে নামছে ‘সেনা’

যত সময় এগোচ্ছে ততই সরগরম হয়ে উঠছে উত্তরপ্রদেশের রাজনৈতিক হাওয়া। একদিকে যখন জমে উঠেছে দলবদলের খেলা, তখন অন্যদিকে প্রশ্ন উঠছে কোন দল কোন প্রার্থীকে কোন…

যত সময় এগোচ্ছে ততই সরগরম হয়ে উঠছে উত্তরপ্রদেশের রাজনৈতিক হাওয়া। একদিকে যখন জমে উঠেছে দলবদলের খেলা, তখন অন্যদিকে প্রশ্ন উঠছে কোন দল কোন প্রার্থীকে কোন বিধানসভা আসন থেকে দাঁড় করাচ্ছে। সকলের নজর রয়েছে সেদিকে।

অন্যদিকে এবার উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে বড় ঘোষণা করল শিবসেনা। ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ৫ রাজ্যে বিধানসভা ভোট। এদিনই প্রথম দফার ভোট রয়েছে উত্তরপ্রদেশে। তার আগে প্রার্থী নিয়ে বড় ঘোষণা করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, ৫০ থেকে ১০০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দল। যোগী রাজ্যের আবহাওয়া যখন গরম তখন শিবসেনার এহেন ঘোষণা রীতিমতো সাড়া ফেলে দেওয়ার মতো।

সাংবাদিক বৈঠকে রাউত আরও বলেছেন যে তিনি বৃহস্পতিবার অর্থাৎ ১৩ জানুয়ারি পশ্চিম উত্তর প্রদেশ সফর করবেন। গতকাল উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য দল থেকে পদত্যাগের পর সঞ্জয় রাউতও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শুরু করেন। তিনি বিজেপি ছাড়ার পরে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার মৌর্যর সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি মৌর্য সম্পর্কে বলেন, তিনি রাজনৈতিক হাওয়া বোঝেন। তিনি যখন সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন, তার মানে এটা আশা করা যেতে পারে যে বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরে আসবে না। সাংসদের দাবি, গোয়ায় মহা বিকাশ আঘাদির মতো জোট গঠনের চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা চলছে। গোয়ায় বিধানসভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবং ফলাফল ঘোষণা করা হবে ১০ মার্চ।