সাম্প্রতিক সময়ে বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম উর্বশী রাউটেলা (Urvashi Rautela)। তাঁর অভিনয়ের পাশাপাশি হট ফিগারে নাজেহাল পুরুষরা। তবে অভিনয় জগতে পা দেওয়ার আগে মডেলিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। ২০০৯ সালের মিস টিন ইন্ডিয়া, ২০১১ সালে মিস এশিয়া সুপার মডেল, ইন্ডিয়ান প্রিন্সেস, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্সের মত একাধিক খেতাব জিতেছেন তিনি।
অভিনেত্রীরা সময়ই রূপের গুণমুগ্ধ ভক্ত সকলে। ২০১৩ সালে সিং সাব দি গ্রেট সিনেমার মাধ্যমে বলিউড জগতে অভিষেক করেন অভিনেত্রী। তারপর থেকে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন সকলকে, যার মধ্যে অন্যতম হলো রেস ৩, হেট স্টোরি ৪, গ্রেট গ্র্যান্ড মাস্তি, সানাম রে প্রকৃতি ছবিতে সাবলীল ভাবে অভিনয় করে গেছেন তিনি।
তবে শুধু অভিনয় নয় পাশাপাশি এখনো সমানভাবে মডেলিং জগতে বিচরণ করেন তিনি তারই ঝলক উঠে আসে সামাজিক মাধ্যমের পাতায়। মাঝেমধ্যে অভিনেত্রীকে দেখা যায় বিভিন্ন লাস্যময়ী অবতারে পুরুষদের সামনে আসতে, আর যাতে স্বাভাবিকভাবেই তরুণ প্রজন্মের রক্তচাপ মুহূর্তের মধ্যে বেড়ে যায়। শুধু তাই নয় মাঝেমধ্যেই অভিনেত্রী বিভিন্ন খোলামেলা পোশাকে সকলের সামনে হাজির হন, যা দেখে ছেলেরা তাদের যৌবন ধরে রাখতে পারেনা।
তবে এই সমস্ত কিছু বাদ দিলেও অভিনেত্রী ক্রিকেটের বড় ভক্ত তাই মাঝেমধ্যেই তাঁকে দেখা যায় বিভিন্ন স্টেডিয়ামের আনাচে-কানাচে।
View this post on Instagram
সম্প্রতি ভারতের শুরু হয়েছে আইপিএল, আর যা দেখতে এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রী পরনে ছিল সবুজ রঙের মিনি স্কার্ট এবং ফুলস্লেভ ডিপ নেককাট টপ। আর নিজের প্রিয় অভিনেত্রীকে দেখে স্বাভাবিকভাবে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করে নিয়েছেন।