সবুজ-মেরুন শিবিরের এই ফুটবলারের দিকে নজর রাখছে আইএসএলের ক্লাবগুলো

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) একুশ বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডার সুমিত রাঠির জানুয়ারি মাসে দলবদলের বাজারে ক্লাব ছাড়াকে কেন্দ্র করে জোর জল্পনা চলছে এই মুহূর্তে।

Mohun Bagan footballer Sumit Rathi

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) একুশ বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডার সুমিত রাঠির জানুয়ারি মাসে দলবদলের বাজারে ক্লাব ছাড়াকে কেন্দ্র করে জোর জল্পনা চলছে এই মুহূর্তে। ২০১৯-২০ সালে এমার্জিং প্লেয়ার এ্যাওয়ার্ড জয়ী এই ভারতীয় ফুটবলার বেশ কয়েক মরশুম জুড়ে এটিকে এবং এটিকে মোহনবাগানের সদস্য।

বর্তমানে লালচুং যেমন পারফরম্যান্স দিচ্ছে ইস্টবেঙ্গলের হয়ে তেমনটাই ২০১৯-২০ মরসুমে আন্তোনিও হাবাস কোচ থাক কালীন এটিকে মোহনবাগানের হয়ে খেলেছিলেন সুমিত রাঠি। কিন্তু তার পরের থেকে নিয়মিত ভাবে খেলার সুযোগ পাচ্ছেন না এই ফুটবলার। এর ফলে বেঞ্চে বসেই অধিকাংশ সময় কেটেছে এই তারকা ফুটবলারের। সম্প্রতি বেশ কিছু ট‍্যুইট দেখা গেছিলো সুমিত রাঠির দল ছাড়ার ব্যাপারে।শোনা যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের দুই তিনটি দল সুমিত রাঠিকে দলে নেওয়ার ব‌্যাপারে ভীষণ আগ্রহী। রাঠির সাথে এটিকে মোহনবাগানের ২০২৫ সাল অবধি চুক্তি আছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বর্তমানে প্রিতম কোটাল,ব্রেন্ডন হ‍্যামিল, শুভাশিসরা ব‌্যাক পজিশনে খুব ভালো ফুটবল খেলছে এটিকে মোহনবাগানের হয়ে। তাই সুমিত রাঠির বর্তমানে প্রথম একাদশে সুযোগ পাওয়াটা ভীষণ মুস্কিল হয়ে দাড়িয়েছে। কারোর কার্ড সমস্যা, এবং চোট না পেলে সুমিত রাঠির প্রথম একাদশে সুযোগ পাওয়াটা পাঁকা বলা চলে‌।

বর্তমানে ব‍্যাক আপ হিসেবে রাঠিকে দলে রেখে দিয়েছে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। অর্থাৎ বর্তমানে যা দলের অবস্থা তাতে রাঠির সুযোগ করে নেওয়া ভীষণ কঠিন বলা চলে।এখন দেখার বিষয় জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বেশি পরিমাণে গেম টাইম পাওয়ার জন্য সুমিত রাঠি অন‍্য কোনও ক্লাবে যায় কিনা। রাঠিকে এটিকে মোহনবাগান ছাড়ে কিনা,সেটাও দেখার বিষয়।