গতবছর বহু আশা নিয়ে দলের দায়িত্ব স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) হাতে তুলে দিয়েছিলেন লাল-হলুদ (East Bengal football club) কর্তারা। মনে করা হয়েছিল গত দুই বছরের হতশ্রী পারফরম্যান্সের পর এবার হয়ত ঘুরে দাঁড়াবে ইমামি ইস্টবেঙ্গল। ফিরবে পুরোনো ছন্দ। কিন্তু সে আশায় সে গুড়ে বালি।
আরও পড়ুন: ডেডলাইন সুপার কাপ: এবার ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে বিস্ফোরক কনস্ট্যানটাইন
এবারের আইএসএল মরশুমের শুরুটা কিছুটা ভালো হলেও ম্যাচ এগোনোর সাথে সাথে ক্রমশ মুখ থুবড়ে পড়তে থাকে লাল-হলুদ শিবির। সেই সাথে রয়েছে এটিকে মোহনবাগানের কাছে টানা আটবার পরাজিত হওয়ার জ্বালা। তাই মরশুম শেষ হতেই নতুন কোচের পাশাপাশি নতুন করে দল গঠনের কাজে নেমে পড়ে ইস্টবেঙ্গল কর্তারা।
যার ফলে, আসন্ন সুপার কাপ পর্যন্তই দলের দায়িত্ব থাকছে স্টিফেন কনস্ট্যানটাইনের হাতে। সেকথা বর্তমানে সকলেরই জানা। সেইকথা প্রথম জানতে পেরে বেশ হতাশ হয়েছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন কোচ। তিনি বলেছিলেন, এটি আমার কাছে প্রচন্ড হতাশাজনক । সেইসঙ্গে অল্প সময়ের কথা উল্লেখ করা ও ভালো খেলোয়াড় না পাওয়ায় কথাও শোনা গিয়েছিল তার মুখে।
আরও পড়ুন: East Bengal: আগামী মরশুমের জন্য এই নয়া কোচের সঙ্গে আলোচনা শুরু ইস্টবেঙ্গলের
পাশাপাশি আসন্ন সুপার কাপে তার প্রভাব পড়ার ও উল্লেখ করেছিলেন তিনি। তবে যাইহোক না কেন, তাঁকে আর সময় দিতে নারাজ প্রত্যেকেই। এই অবস্থায় আগামী মরশুমের জন্য কার হাতে ওঠে দলের দায়িত্ব এখন সেটাই দেখার। এসবের মধ্যে ও ফের লাল-হলুদ নিয়ে মন্তব্য করতে শোনা যায় স্টিফেন কনস্ট্যানটাইন কে।
তিনি বলেন, ভারতের অন্যতম বড় ক্লাব ইস্টবেঙ্গলে প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের বিষয়। আমার কাছে এটি প্রচন্ড সম্মানের। আমার মনে হয় সবদিক বজায় রেখে পরের মরশুমে তাদের প্রথম ছয়ে নিয়ে যেতে পারব। কিন্তু আমাকে সেই সুযোগ দেওয়া হবে না। কারন সুপার কাপ শেষ হলেই দল ছাঁটাই হবেন এই ব্রিটিশ কোচ। কিন্তু তার পরিবর্তে কে হবেন দলের কোচ, সেটাই দেখার। এতে বর্তমানে অনেকটাই এগিয়ে অ্যান্তোনিও লোপেজ হাবাস।