বিএসএফ ভারত-বাংলাদেশ (India-Bangladesh border) আন্তর্জাতিক সীমান্তে ১.৪৩ কোটি টাকার ২৩টি সোনার বিস্কুট উদ্ধার করেছে। চোরাকারবারিরা এসব বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। এসময় চোরাকারবারি সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের (BSF) একজন মুখপাত্র বলেছেন যে ১০৭ তম কোরের জওয়ানরা, উত্তর ২৪ পরগনা (North 24 Paragana) দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার জেলার অধীনে সীমান্ত ফাঁড়ি মালিদা, সীমান্তে ছিল।
বৃহস্পতিবার, বিএসএফ জওয়ানরা খবর পেয়েছিলেন যে একটি বড় চোরাচালান অভিযান হতে চলেছে। জওয়ানরা দেখেন, বাংলাদেশের দিক থেকে ব্যারিকেডের কাছে একজন চোরাকারবারি আসছে। জওয়ানরা তাকে থামতে বললে সে ব্যারিকেডের উপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে বাংলাদেশে ফিরে যায়।
জওয়ানরা সীমান্তের কাছে নিবিড় তল্লাশি অভিযান শুরু করেছে। তল্লাশির সময়, জওয়ানরা একটি প্যাকেট থেকে ২৩টি সোনার বিস্কুট উদ্ধার করে। সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানায়। জব্দ করা সোনার ওজন ২৬৮৩.০৪ গ্রাম, যার মূল্য ১ কোটি ৪৩ লাখ টাকার বেশি বলে জানা গেছে। জব্দকৃত সোনার বিস্কুট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগদাহ কাস্টম বিভাগে হস্তান্তর করা হয়েছে।
টানা তৃতীয় দিনে বড় সাফল্য পেল বিএসএফ
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তে এক সপ্তাহে এটি বিএসএফের দ্বিতীয় বড় সাফল্য। সম্প্রতি, ৬ মার্চ, বর্ডার ফাঁড়ি কল্যাণী, ১৫৮ কর্পসের জওয়ানরা সীমান্তে ২.৬৪ কোটি টাকার ৪০টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছিল।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেছেন যে চোরাকারবারীরা নতুন উপায়ে পাচার করার চেষ্টা করে, কিন্তু সতর্ক বিএসএফ জওয়ানরা তাদের কোনও পদক্ষেপকে সফল হতে দিচ্ছে না।জওয়ানদের এত বড় সাফল্যে তিনি আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব সোনার বিস্কুট কোথা থেকে আসছে এবং কার কাছে দেওয়া হবে, তা খতিয়ে দেখছে বিএসএফের গোয়েন্দা বিভাগ।