Furfura Sharif: ‘বদলা’র সুরে অভিষেককে সাবধান করলেন পীরজাদা ত্বহা সিদ্দিকি

রাজ্যের সংখ্যালঘুর ভোটের ওপর অনেকটাই নির্ভর করে তৃণমূলের ভোটবাক্স। কিন্তু গত কয়েকমাসে তাতে ভাটা পড়েছে। বিশেষ করে পীরজাদা নওশাদ সিদ্দিকিকে গ্রেফতারের পর সেই আশঙ্কা আরও প্রকট হয়েছে৷ তাই পঞ্চায়েত ভোটের আগে ড্যামেজ কন্ট্রোল দিতে নেমেছে ঘাসফুল শিবির৷

209
Peerzada Taha Siddiqui

সাগরদিঘির নির্বাচনের পর মুসলমান ভোটে ভাটা পড়েছে। সেটা খুব ভালোই বুঝতে পেরেছেন তৃণমূলের নেতারা। সেই কারণেই দলের মূল্যায়ন করতে বসেছেন ঘাসফুলের নেতারা৷ দেখা যাচ্ছে, সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছে তা়ঁদের ভোট থেকে৷ এদিকে তৃণমূলের এই হাল দেখে বারবার সতর্কবার্তা দিচ্ছেন ফুরফুরা শরিফে (Furfura Sharif) পীরজাদারা৷ বৃ্হস্পতিবার আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কটাক্ষ করলেন পীরজাদা ত্বহা সিদ্দিকি (Peerzada Taha Siddiqui)৷

আরও পড়ুন: Kolkata Chalo: নওশাদদের গ্রেফতারের প্রতিবাদে কলকাতা অভিযানের ডাক ফুরফুরা শরিফের

তিনি বলেন, পঞ্চায়েতের আগে বাংলাকে নতুন করে সাজাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হতে পারে৷ বাংলার মানুষের গুনগুনানি শুনছি এই কাজগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ই করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বাচ্ছা ছেলে৷ কিন্তু যদি মনে করে অভিষেক মুসলমানরা কোথায় যাবে? বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দেবে৷ অভিষেক কিন্তু ভুল করবে।

আরও পড়ুন: Naushad Siddiqui: ঘরের ছেলের জেল-যাত্রায় তৃ়ণমূলের সংখ্যালঘু ভোট ছিনিয়ে নেবে ফুরফুরা?

রাজ্যের সংখ্যালঘুর ভোটের ওপর অনেকটাই নির্ভর করে তৃণমূলের ভোটবাক্স। কিন্তু গত কয়েকমাসে তাতে ভাটা পড়েছে। বিশেষ করে পীরজাদা নওশাদ সিদ্দিকিকে গ্রেফতারের পর সেই আশঙ্কা আরও প্রকট হয়েছে৷ তাই পঞ্চায়েত ভোটের আগে ড্যামেজ কন্ট্রোল দিতে নেমেছে ঘাসফুল শিবির৷ ঘনঘন ফুরফুরা শরিফে গিয়ে আবহাওয়া বদলের চেষ্টা করছেন শাসক দলের নেতারা।

আরও পড়ুন: Nawsad Siddique: বিজেপি নেতার সাথে হাওয়ালায় টাকা লেনদেন নওশাদের, ফুরফুরা আপাতত নীরব

রাজনৈতিক মহলের ব্যাখা, তিন দিন ধরে ফুরফুরায় ধর্মীয় অনুষ্ঠান চলছে৷ সেই অনুষ্ঠানে মানুষের ঢল অন্য কথা বলছে। নওশাদের সমর্থনে এগিয়ে এসেছেন পীরজাদাদের অনেকেই৷ মনে করা হচ্ছে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটে ভাগ বসাতে বিরোধীরা৷