Recruitment corruption: বনির বাবার চারটি ছবিতে কাজ করেছিলেন অর্পিতা

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে (Recruitment corruption) সরাসরি যুক্ত হল টলিউডের নাম। যখন ইডির তরফে তলব করা হল অভিনেতা বনি সেনগুপ্তকে৷

নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা বন্দ্যোপাধ্যায় তাঁর চারটি ছবিতে অভিনয় করেছে। ছবিগুলির নাম, মামা-ভাগ্নে, বাংলা বাঁচাও, প্রতিদ্বন্দ্বী এবং রাজনৈতিক। এর মধ্যে একটি ছবি এখনও সম্পূর্ণ হয়নি৷

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে (Recruitment corruption) সরাসরি যুক্ত হল টলিউডের নাম। যখন ইডির তরফে তলব করা হল অভিনেতা বনি সেনগুপ্তকে৷ এই মুহুর্তে বনির সঙ্গে তৃণমূল নেতা কুন্তলের লেনদেনক সম্পর্কিত তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ইডি৷ এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বনির বাবা অনুপ সেনগুপ্ত (Anup Sengupta)৷

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা বন্দ্যোপাধ্যায় তাঁর চারটি ছবিতে অভিনয় করেছে। ছবিগুলির নাম, মামা-ভাগ্নে, বাংলা বাঁচাও, প্রতিদ্বন্দ্বী এবং রাজনৈতিক। এর মধ্যে একটি ছবি এখনও সম্পূর্ণ হয়নি৷ নিয়োগ দুর্নীতিতে যারা বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হল, তাঁর সঙ্গে পরিচালক অনুপ সেনগুপ্তের সঙ্গে কীভাবে পরিচয়?

তিনি জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় অথবা কুন্তল ঘোষ নয়৷ এক প্রযোজনা সংস্থার মাধ্যমেই অর্পিতার সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর৷ প্রথম দিকে ছাপোসা জীবযাপন ছিল৷ বাসে-ট্রেনে চড়ে আসত। এরপর দীর্ঘ সময় নিজেকে সরিয়ে রেখেছিল৷ পরে জানতে পারলাম ও আসলে এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত৷ তবে পার্থ চট্টোপাধ্যায় বা কুন্তলের সঙ্গে তখন তাঁর যোগাযোগ ছিল না বলেই জানিয়েছেন বনির বাবা।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই সকাল থেকেই দফায় দফায় বনিকে জিজ্ঞাসাবাদ করছে ইডি৷ বনির বক্তব্য, দুটি ছবির অগ্রিম বাবদ হিসেবে ৪০ লক্ষ টাকার পরিবর্তে একটি দামী বিদেশি গাড়ি নিয়েছিল। কিন্তু পরে একাধিক শো করে সেই টাকা ফেরতও দিয়েছিল। প্র‍য়োজনে সমস্ত তথ্য তুলে ধরতে রাজি সে।