এবারের আইএসএলের গ্রুপ ম্যাচ হায়দরাবাদের (Hyderabad FC) কাছে হেরেই শেষ করেছিল সবুজ-মেরুন ব্রিগেড (ATK Mohun Bagan)। তবে এবার বদলার লড়াই। ট্রফি জেতার লড়াই। সেজন্য এবার জয় ছিনিয়ে নিয়েই নিজামের শহর থেকে ফিরতে চান বাগন কোচ হুয়ান ফেরেন্দো (Juan Ferrando)।
এটা পড়ুন: Bartholomew Ogbeche: মোহনবাগান ম্যাচে অনিশ্চিত হায়দরাবাদের এই গোল মেকার
শেষ ম্যাচে ওডিশা এফসি কে সহজভাবেই পরাজিত করেছিল এটিকে মোহনবাগান। মাঠ জুরে দেখা গিয়েছিল বুমোসদের দাপট। তাছাড়া চোট আঘাতের সমস্যা থেকে নিজেকে অনেকটাই কাটিয়ে উঠেছেন দলের ভরসাযোগ্য গোলরক্ষক বিশাল কাইথ। তাই আজ মাঠে নামার আগে অনেকটাই ফুরফুরে ফেরেন্দোর ছেলেরা।
এটা পড়ুন: ATK Mohun Bagan: মোহনবাগানের পারফর্মেন্স নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য ক্লাব সচিবের
তবে বিশাল কাইথ দলে ফিরলেও আজকের ম্যাচে থাকছেন না দলের অন্যতম ভরসাযোগ্য উইঙ্গার আশিক কুরনিয়ান। ওডিশা ম্যাচের শুরুতেই ব্যাপকভাবে গোড়ালিতে চোট পান তিনি। যারফলে, ম্যাচের ১১ মিনিটের মাথাতেই মাঠে উঠে যেতে হয় তাঁকে। তাই আশিককে বাদ দিয়েই আজ সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নামছে বাগান ব্রিগেড। তবে শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে সেমিফাইনালের পরবর্তী লেগে খেলতে পারেন তিনি।
এটা পড়ুন: PM Narendra Modi: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের শুরুতেই হৃদয় জিতলেন প্রধানমন্ত্রী মোদী
তাছাড়া এবারের আইএসএলে এখনো পর্যন্ত দারুন সঙ্ঘবদ্ধ খেলা দিয়েছে গোটা সবুজ-মেরুন টিম। দিমিত্রি থেকে শুরু করে বুমোস, প্রীতম কিংবা ম্যাকহিউ প্রত্যেকেই রয়েছেন দুরন্ত ছন্দে। তাই আজ আক্রমণের দিকে নজর দিয়েই প্রতিপক্ষ কে ধরাশায়ী করতে মরিয়া সকলে। সেইসাথে মনবীর রা ও রয়েছেন দারুন ছন্দে, কিন্তু হায়দরাবাদ এফসির দুটো উইং বন্ধ করতে না পারলে বিপদ বাড়বে বাগান শিবিরের। এখন সেই রাস্তাই খুঁজছেন বাগানের হেডস্যার।