HomeEntertainmentRecruitment Corruption: নিয়োগ দুর্নীতিতে টলিপাড়ায় টাকার খেলা, তিন নায়িকাকে ডাকবে ইডি

Recruitment Corruption: নিয়োগ দুর্নীতিতে টলিপাড়ায় টাকার খেলা, তিন নায়িকাকে ডাকবে ইডি

নিয়োগ দুর্নীতির টাকা বলিউডের একাধিক ছবিতে কাজে লাগানো হত। এমনটা অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয়েছে ইডি। সূত্রের খবর, ইডির স্ক্যানারে রয়েছে আরও তিন অভিনেত্রী। একইসঙ্গে নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যুব নেতা শান্তনু মুখ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে ইডির তরফে।

- Advertisement -

টলিপাড়ায় টাকার খেলা। অযোগ্য প্রার্থীদের কাছ থেকে ঘুষ (Recruitment Corruption) হিসেবে পাওয়া কোটি কোটি টাকা ঢুকেছে টলিউডে। সেই টাকার হদিস জানতে এবার তিন নায়িকাকে ডাকবে ইডি। ক্রমাগত বিস্তার হচ্ছে নিয়োগ দুর্নীতির জাল। অভিনেতা বনি সেনগুপ্তর সূত্র ধরে তিন নায়িকার বিষয়ে সন্দিহান ইডি।

এটা পড়ুন: Recruitment Corruption: নিয়োগ দুর্নীতিতে পদত্যাগী বিজেপি নেতা টলি অভিনেতাকে ইডির তলব

নিয়োগ দুর্নীতির টাকা বলিউডের একাধিক ছবিতে কাজে লাগানো হত। এমনটা অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয়েছে ইডি। সূত্রের খবর, ইডির স্ক্যানারে রয়েছে আরও তিন অভিনেত্রী। একইসঙ্গে নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যুব নেতা শান্তনু মুখ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে ইডির তরফে।

সূত্রের খবর, অভিনেতা বনি জানিয়েছেন তিনি ইডির দফতরে হাজিরা দেবেন। গত শুক্রবার তাঁকে তলব করে নোটিশ পাঠানো হয়েছে। ইডির স্ক্যানারে রয়েছে আরও তিন অভিনেত্রী। কারা তারা? বাংলা ছবির দুনিয়া তীব্র আলোড়ন।

এটাও পড়ুন: Recruitment Corruption: নিয়োগ দুর্নীতির অন্যতম মাথার নাম প্রকাশ্যে আনতে চায় গোপাল

ইডির তদন্তে হুগলির বলাগড়ের তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। তার কাছ থেকে যে সমস্ত তথ্য উঠে এসেছে, সেখানে অভিনেতা বনি সেনগুপ্তের যোগ খুঁজে পাওয়া গেছে। তাই তকে তলব করা হয়েছে। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন বনি। পরে অবশ্য বিজেপি ছেড়েছিলেন।

নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত শাহিদ ইমাম। তিনিও অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তিনি জানিয়েছেন রাজসাক্ষী হবেন। এরপর নাম জড়াল বনির।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ