কোচ আন্তেলিও হাবাসকে (Antonio López Haba) ছেড়ে দেওয়ার পর দারুণ চমক দেখিয়ে এফসি গোয়ার কোচ জুয়ান ফেরান্দোকে কোচ করে নিয়ে এসেছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ওই সময় জুয়ান ফেরান্দো প্রায় হাবাসের সাজানো দলটাকে নিয়ে দারুণ সাফলতা পেয়েছিল।
আরও পড়ুন: ATK Mohun Bagan: জনি কাউকোর বদলে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকাকে আনছে মোহনবাগান!
কিন্তু চলতি মরশুমে গোটা দলটার নকশা বদলে দিয়েছিলেন জুয়ান ফেরান্দো। তার কথা মেনে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ঢেলে দল সাজিয়েছিলেন। অথচ সবুজ-মেরুন শিবির এই মরশুমে তেমন একটা সফলতা পায়নি। পরিস্থিতি এখন এমন যে, প্লে অফে কোয়ালিফাই করাটাই চাপ হয়ে গিয়েছে এটিকে মোহনবাগানের।
আরও পড়ুন: Nandini Chakraborty: মমতার নির্দেশে এবার নন্দিনীকে পর্যটন দফতরের দায়িত্বে
হাবাসকে ছাড়ার পর জুয়ান ফেরান্দোকে নিয়োগ করার আগে এটিকে মোহনবাগান কথাবার্তা চালিয়েছিল পর্তুগালের অত্যন্ত হাইপ্রোফাইল একজন কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের (Andre Villas-Boas) সঙ্গে। চেলসির মতো পৃথিবী বিখ্যাত ইংল্যান্ডের ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। ওই সময় ভারতে কোভিড সংক্রমণ প্রবল পরিমাণে থাকায় বোয়াস আসতে চাননি।
আরও পড়ুন: East Bengal: উপযুক্ত সুযোগ না-পাওয়ার ফলে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন দুই উদীয়মান তারকা
গতমরশুমে সফলতা পাওয়ায় শেষ অবধি তাকে এই মরশুমে না রেখে দেওয়ার কোনও কারণ ছিল না টিম ম্যানেজমেন্টের কাছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। বলা যায় এখন এটিকে মোহনবাগানের কোচ পদ থেকে ফেরান্দোর বিদায় প্রায় নিশ্চিত বলা চলে। এবার ভিলাস বোয়াসকে দলের কোচ করে নিয়ে আসে কিনা এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট, এখন সেটাই দেখার বিষয়।