East Bengal: উপযুক্ত সুযোগ না-পাওয়ার ফলে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন দুই উদীয়মান তারকা

আইএসএলে যোগদান করার পর থেকে একটা ইস্টবেঙ্গলের (East Bengal) দল গঠন করার একটা নির্দিষ্ট ধাঁচ রয়েছে লক্ষ‍্য করা গেছে।একেবারে শেষ মুহূর্তে দল গঠন করার ফলে ভালো মানের ফুটবলার ইস্টবেঙ্গল পায়না বললেই চলে।

Wahengbam Angousana

আইএসএলে যোগদান করার পর থেকে একটা ইস্টবেঙ্গলের (East Bengal) দল গঠন করার একটা নির্দিষ্ট ধাঁচ রয়েছে লক্ষ‍্য করা গেছে। একেবারে শেষ মুহূর্তে দল গঠন করার ফলে ভালো মানের ফুটবলার ইস্টবেঙ্গল পায়না বললেই চলে। অত্যন্ত দুর্নীতি দল গঠন করে লাল হলুদ।যাদের মধ্যে দুই একজন ভারতীয় ফুটবলার খানিকটা ভালো খেলে। অবশ্য তাদের আবার ঠিকঠাক ভাবে ব‍্যবহার করা হয়না। এই সঠিক ভাবে ব‍্যবহৃত হচ্ছে না এমন দুই ফুটবলার এবার ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

এমন একজন ফুটবলার আঙ্গুসানা (Wahengbam Angousana)। ২৭ বছর বয়সী মাঝমাঠের ফুটবলার একটি মাত্র ম‍্যাচে খেলার সুযোগ পেয়েছেন সেটাও আবার মিনিট দশেকের জন্য। কিন্তু ২০২১-২২ মরশুমে এই ফুটবলার ১৬ টা ম‍্যাচ খেলেছিলো। দুটো অ্যাসিস্ট করেছিলো। তার আগের মরশুমে ১২ টা ম‍্যাচ খেলেছিলো।

   

ইস্টবেঙ্গলের হয়ে শেষ দুটো মরশুম ধারাবাহিক ভাবে ভালো ফুটবল খেলেছিলেন এই ফুটবলার। তাকে লাল হলুদ কোচের পছন্দ না হওয়ায় তেমন ভাবে সুযোগ দেওয়া হচ্ছে না। ভালো ফুটবল খেলা সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না, তাই খুব শীঘ্রই দল ছাড়ার পরিকল্পনা সেরেছে আঙ্গুসানা।তিনি চুক্তি ভঙ্গ করতে চলেছে।

আরেকজন ফুটবলার হলেন অমরজিত সিং কিয়াম (Amarjit Singh Kiam)। ২২ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার চলতি আইএসএলের মরশুমে মাত্র একটি ম‍্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। এই মরশুমে একটি ম‍্যাচে আট নয় মিনিট খেলার সময় পেয়েছিলেন। এর আগের আইএসএলের মরশুমে ১৬ টা ম‍্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।

তার আগের মরশুমে ৯ টা ম‍্যাচ খেলেছিলেন। তাকেও কোনও ভাবে সুযোগ দিচ্ছেন না লাল-হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন। এফসি গোয়া থেকে লোনে আসা এই ফুটবলার আর কোনও ভাবেই ইস্টবেঙ্গলে থাকতে চাইছেনা। তিনি তার পুরোনো ক্লাবে ফিরে যেতে চাইছে এমনটাই শোনা যাচ্ছে।