ATK Mohun Bagan: জনি কাউকোর বদলে রিয়াল মাদ্রিদের স্প‍্যানিশ তারকাকে আনছে মোহনবাগান!

ইতিমধ্যে পরবর্তী মরশুমের জন্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে আইএসএলের প্রতিটি ক্লাব। পিছিয়ে নেই এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

Spanish star footballer Isco

ইতিমধ্যে পরবর্তী মরশুমের জন্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে আইএসএলের প্রতিটি ক্লাব। পিছিয়ে নেই এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এমনিতেই চোটাঘাত এবং কোচ জুয়ান ফেরান্দোর একরোখার সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ফলে চলতি আইএসএলে একেবারে প্রত‍্যাশা মাফিক ফলাফল দিতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। তাই পরের মরশুমের জন্যে ভালো দল গড়ার কাজ শুরু করেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

শোনা যাচ্ছে চোট পেয়ে গোটা মরশুমের জন্যে ছিটকে যাওয়া জনি কাউকোর বদলে তারা স্প‍্যানিশ তারকা ফুটবলার ইস্কোকে (Spanish star footballer Isco) নিতে চলেছে দলে।তিরিশ বছর বয়সী এই স্প‍্যানিশ তারকা বেশ কিছু বছর সুনামের সাথে রিয়াল মাদ্রিদে খেলেছিলেন। তিনি শেষ খেলেছিলেন সেভিয়াতে।

এই ফুটবলারকে দলে নিতে চারটি ক্লাব আগ্রহ প্রকাশ করেছে, এস রোমা, ইউনিয়ন বার্লিন, লিপজিগ এবং এল এ গ‍্যালাক্সির মতো ক্লাব গুলো এই ফুটবলারকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এটিকে মোহনবাগান সামনের মরশুমে এই ফুটবলারকে দলে পাওয়ার জন্য কথাবার্তা চালাতে পারে এমনটাই শোনা যাচ্ছে।

বর্তমানে এই স্প‍্যানিশ তারকার মার্কেট ভ‍্যালু ৭২ কোটি টাকা। এই পাহাড় প্রমাণ অর্থ দিয়ে এটিকে মোহনবাগান শেষ অবধি তাকে দলে নিয়ে আসতে পারেকিনা, এখন সেটাই দেখার বিষয়। অবশ্য ইস্কোর’ও এক্ষেত্রে আসার ইচ্ছাটা থাকতে হবে। সেভিয়াতে তেমন ফর্মে নেই ,১২ ম‍্যাচ খেললেও একটিও গোল করতে পারেননি এই ফুটবলার।