শনিবার রাজ্যে পা রেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP president) জেপি নাড্ডা (JP Nadda)৷ চলতি বছরে এটি নাড্ডার দ্বিতীয় বঙ্গ সফর। পঞ্চায়েত নির্বাচনের আগে নাড্ডার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ, আগামীকাল রাজ্যে জোড়া সভা করবেন তিনি৷ তার মধ্যে সবচেয়ে বেশী উন্মাদনা কাঁথির সভাকে ঘিরে৷ অথচ ঘরের কাছে নাড্ডা এলেও সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে৷
আরও পড়ুন: Suvendu Adhikari: বিজেপির সভার ময়লা সাফ করে পাপক্ষয় করবে তৃণমূল: শুভেন্দু
রাজ্য রাজনীতিতে কাঁথি মূলত অধিকারীদের গড় হিসেবে পরিচিত৷ বাম শাসনের অবসানে বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অধিকারী পরিবার মায় কাঁথির৷ ২০১৯ এর নির্বাচনে বাংলাতে কাঁথি আসন হারাতে হয়েছে বিজেপিকে। তাই ২৪ এর আগে বিশেষ গুরুত্ব দিতে চান দিল্লির নেতারা৷ বিরোধী দলনেতার জেলাতেই বিশেষ গুরুত্ব?
আরও পড়ুন: Kolkata black money: বালিগঞ্জের কালোটাকা মামলায় শুভেন্দুদের টার্গেট জিট্টি ভাইকে তলব করল ইডি
রাজনৈতিক মহলের ব্যাখা, কাঁথি লোকসভার সাংসদ শিশির অধিকারী। বার দুয়েক বিজেপির মঞ্চে দেখা গেলেও খাতায় কলমে এখনও তৃণমূলের রয়েছেন তিনি। অন্যদিকে, এই জেলাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেকারণেই প্রথমে হলদিয়া ও পরে কাঁথিতে সভা করেছেন তিনি। পূর্ব মেদিনীপুর আরও একবার রাজ্য রাজনীতিতে গুরুত্ব পেতে চলেছে, তা বোঝা যাচ্ছে এখন থেকেই৷ তাই আগামীকালের জনসভা থেকে কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে চান নাড্ডাও। কিন্তু সেখানে শুভেন্দুর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: Suvendu Adhikari: সুমনের দলবদলে যোগ এসপি-ডিএমদের তোপ দাগলে শুভেন্দু
জানা গিয়েছে, এই মুহুর্তে ত্রিপুরার নির্বাচনে ব্যস্ত রয়েছে বিজেপি। সেখানে মূল লড়াই বাম-কংগ্রেস বনাম বিজেপি ও আইপিএফটি। বাংলায় বাম শাসনের পতনে শুভেন্দু অধিকারীর ভূমিকাকে সামনে রেখেই ত্রিপুরায় প্রচার করছে বিজেপি৷ বাংলা থেকে তাঁকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামীকাল সেখানেই প্রচারে ব্যস্ত থাকবেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর, দিল্লির নেতাদের সঙ্গে শুভেন্দুর সখ্যতা নিয়ে কোনও প্রশ্ন থাকার কথা নয়৷ তাই তিনি অনুপস্থিত থাকলেও কাঁথির সভায় কোনও খামতি রাখতে চান না বঙ্গ বিজেপির নেতারা।