কাঁথিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari ) সভা নিয়ে ফের মামলা, সভার অনুমতি প্রথম থেকে থাকলেও মাইক বাজানো নিয়ে ছিল বিতর্ক।আর এর জেরেই দায়ের হয় মামলা। ২১ ডিসেম্বরের এই সভায় সকাল ৭ থেকে সন্ধে ৭ পর্যন্ত মাইক বাজানোর অনুমতি দেওয়ার কথা থাকলেও ,অনুমতি দেওয়ার সময় সেটা বেলা ২ টো থেকে দিয়েছেন মহকুমা শাসক, অভিযোগ বিজেপির আইনজীবীদের। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন হাইকোর্টে করেছে বিজেপির আইনজীবীরা । বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবার শুনানির নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, যতই পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে ততই যেন সভা পাল্টা সভা,আক্রমণ পাল্টা আক্রমণ,উত্তর পাল্টা উত্তর-এর রাজনীতি জোরদার হয়েছে এ রাজ্যে।পঞ্চায়েত নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনে খারাপ ফল হওয়া কাঁথির হাল ধরতে চেয়েছেন খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড.কাঁথিতে শান্তিকুঞ্জের দোরগোড়ায় সভা করেছেন অভিষেক, পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ডায়মন্ড হারবারে সভা করেছেন বিরোধী দলনেতা।কাঁথির সভায় শুভেন্দু অধিকারী কে একের পর এক আক্রমণ করেছেন তৃণমূল নেতা।আর সেই সব আক্রমণের জবাব দিতে কাঁথিতে নিজের এলাকায় সভা করবেন শুভেন্দু।আর সেখানেই মাইক বাজানোর অনুমতি নিয়ে দায়ের হল মামলা।