গোরুপাচার মামলায় অনুব্রতর দিল্লি যাত্রায় সবুজ সংকেত দিল আদালত

অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি।দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে বড়সড় ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল। ইডির আবেদনেই মান্যতা দিল আদালত। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চলছিল কেষ্ট…

Anubrata Mondal is also linked to recruitment corruption with cow smuggling

অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি।দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে বড়সড় ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল। ইডির আবেদনেই মান্যতা দিল আদালত।
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চলছিল কেষ্ট মামলার শুনানি। সেখানেই অনুব্রতকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম থেকেই নাছোড়বান্দা ছিল ইডি। তাঁর বিরুদ্ধে বিপুল আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলেছে তদন্তকারী সংস্থা। সেই বিষয়ে জিজ্ঞসাবাদের জন্য দিল্লি নিয়ে যায় ইডি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এর আগে আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সদুত্তর না মেলার কারণে তাঁকে হেফাজতে নেওয়া হয়। তবে গরু পাচার মামলায় এর আগে সায়গল হোসেন, এনামুল সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে হয়েছিল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। সেবার সম্পত্তির হিসেব দিতে গিয়ে বারবার কথাই তুলে ধরেছিলেন সুকন্যা। সুকন্যার বয়ানকে হাতিয়ার করে জিজ্ঞাসাবাদ করেছিল ইডির আধিকারিকরা। এরপরেই তাঁকে হেফাজতে নেওয়া হয়।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের আগে বীরভূমে তৃণমূলের হাল ধরবে কে? অনুব্রতর গ্রেফতারের পরেই সেই প্রশ্ন প্রবল হয়ে উঠেছিল। তাই হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেতা। সেই মামলার জট কাটতে না কাটতেই বড় ফাঁপড়ে পড়লেন তৃণমূল নেতা।